অপেক্ষার অবসান! SSC পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানাল শিক্ষা দফতর

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু চড়াই-উতরাই এর পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ প্রক্রিয়া, প্রকাশ্যে এনেছে ফুল সার্ভিস কমিশন বা SSC। চলছে আবেদন প্রক্রিয়া। আর এই আবহেই এবার SSC নয়া নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে হবে পরীক্ষা?

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নয়া নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। যদিও সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি নিয়ে একাধিক অভিযোগ উঠলেও প্রার্থীদের মধ্যে জোরকদমে ফর্ম ফিলাপ চলছে। আবেদনের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিলাপের দিন।

SSC পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ

এদিকে পরীক্ষা কবে হবে সে নিয়ে নানা জল্পনা চলছিল চাকরপ্রার্থীদের মনে। তবে অনুমান করা হচ্ছে যে পুজোর আগেই হতে পারে SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারে এসএসসি। ৭ তারিখ নবম এবং দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে। এবং ১৪ তারিখ একাদশ এবং দ্বাদশের। অন্যদিকে পরীক্ষার সময় এবং নিয়োগ জল্পনার মাঝে SSC-র পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা হয়। কিন্তু সব মামলাই খারিজ করে দেয় হাই কোর্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রায়দান হাইকোর্টের

2016 সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই পরীক্ষার জন্য নতুন বিধিও জারি করেছে SSC। কিন্তু সেখানেই আপত্তি তোলেন চাকরিহারা শিক্ষকরা। মূলত কেন চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসার অনুমতি পাবে, সেই নিয়েই আপত্তি তোলা হয়। গত সোমবার, ১৪ জুলাই এই মামলার ভিত্তিতে রাজ্য, কমিশন এবং চাকরিপ্রার্থী এই তিন পক্ষের কথাই শোনেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। কিন্তু ওইদিন রায়দান স্থগিত রাখা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী বোঝাই বাসে আগুন! টলল বড়সড় দুর্ঘটনা

সুপ্রিম কোর্টে মামলাকারীরা

পরে গত বুধবার, ১৬ জুলাই, এই মামলায় রায় দেয় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। সেদিন এই দুই বিচারপতি, SSC সংক্রান্ত সব মামলাই খারিজ করে দেয়। কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ মামলাকারীরা।

তাই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। গতকাল অর্থাৎ ১৮ জুলাই, শুক্রবার SLP দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group