১.৭৫ লক্ষ টাকার ফোন, কিন্তু খুললেই বিপদ! Galaxy Fold 7 নিয়ে বিস্ফোরক অভিযোগ

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: চোখ ধাঁধানো ডিজাইন, নজরকাড়া ফিচার্স আর দামেও প্রিমিয়াম Samsung-র মূল বৈশিষ্ট্য। তবে নতুন Galaxy Fold 7 নিয়ে উঠছে অভিযোগ। কারণ, এত কিছু থাকার পরেও যদি আপনি ফোনটি পুরোপুরি খুলতে না পারেন, তাহলে কেমন হবে? ইতিমধ্যেই এরকম এক অভিযোগ উঠেছে ভরসাযোগ্য সোশ্যাল প্ল্যাটফর্ম Reddit-এ!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী অভিযোগ Galaxy Fold 7 নিয়ে?

প্রসঙ্গত এমাসেই Samsung ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের বহু প্রতীক্ষিত ফোল্ডেবল ফোন Galaxy Fold 7, যার দাম শুরু হচ্ছে 1,75,000 টাকা থেকে, যা মধ্যবিত্তদের বাজেটের বাইরে। কিন্তু ফোন হাতে পাওয়ার পরই এক Reddit ব্যবহারকারী দাবি করেছেন যে, ফোনটি পুরাপুরি খোলা যাচ্ছে না, অর্থাৎ হিঞ্জের জায়গায় একটু সমস্যা দেখা যাচ্ছে। এমনকি ফোনটি ফোল্ড অবস্থায় অ্যালাইনমেন্ট বা সোজা অবস্থানেও গন্ডগোল দেখা যাচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে ফোল্ডেবল ফোন মানেই এর হিঞ্জ, যার মাধ্যমে ফোনটিকে খোলা হয় ও বন্ধ করা হয়। তাই এই জায়গায় যদি সামান্য গরমিল দেখা যায়, তাহলে ফোন ব্যবহারের অভিজ্ঞতাই পুরো ভেস্তে যায়। Samsung যদিও দাবি করেছিল যে, Galaxy Fold 7-এ হিঞ্জ অনেক শক্তপোক্ত করা হয়েছে। কিন্তু ওই ব্যবহারকারী বলছে অন্য কথা। তিনি জানিয়েছেন, “আমি ফোনটি ডেমো ইউনিট হিসেবে হাতে পেয়েছি। তবে একবারও পুরোপুরি ফ্ল্যাট করে খোলার সুযোগ পাইনি। ভাঁজ করলেও ফোনটি দুই দিক থেকে অসমান মনে হচ্ছে।”

এদিকে টেকনোলজি ওয়েবসাইট PhoneArena তাদের ইনস্টাগ্রাম পোস্টে সম্প্রতি জানিয়েছে যে, Galaxy Fold 7-র হিঞ্জ খোলার সময় স্বাভাবিকের থেকে একটু বেশি চাপ প্রয়োগ করতে হচ্ছে। তারা ধারণা করছে যে, ওই ব্যবহারকারী হয়তো ফোনটি সাবধানে খুলে থাকলে এরকম কোনও সমস্যা হতে পারে। তবে ফোনের অ্যালাইনমেন্টের সামান্য সমস্যা রয়েছে বলেই ইঙ্গিত।

এদিকে Samsung-র ইতিহাসে Galaxy Note 7-র নাম শুনলেই যেন গা শিউরে ওঠে। কারণ এই ফোনের ব্যাটারি বিস্ফোরণ ঘটেছিল বিশ্বের নানান প্রান্তে। অবশেষে এই ফোনটিকে ফ্লাইটে নিষিদ্ধ এবং বাজার থেকেও সম্পূর্ণ প্রত্যাহার করে দিয়েছে কোম্পানি। এখন প্রশ্ন উঠছে যে, Galaxy Fold 7 কি তাহলে আবারও সেই মডেলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে?

আরও পড়ুনঃ এবার ৯ ক্যারেট সোনাতেও বসবে হলমার্ক, নয়া নিয়ম আনল কেন্দ্র সরকার

Samsung কী বলছে?

যদিও এই অভিযোগের পর এখনো পর্যন্ত Samsung-র তরফ থেকে কোনোরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ বলছে, যেহেতু এটি একটি ডেমো ইউনিট ছিল, সম্ভবত বহুবার খোলার ফলেই এই হিঞ্জে সমস্যা হতে পারে। কিন্তু 1,75,000 টাকার প্রিমিয়াম ফোনে এরকম সমস্যা বা এরকম ত্রুটি মেনে নেওয়া যায় না।

তাই আপনি যদি Samsung-র এই নতুন মডেল কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কিছু দিন অপেক্ষা করে যাওয়াই ভালো। কারণ Samsung যদি অফিসিয়াল ভাবে কিছু জানায় কিংবা ব্যবহারকারীদের অভিযোগ সামনে আসে, তাহলে হয়তো তারা সেই ভুল শুধরে নেবে। নাহলে এত টাকা দিয়ে ফোন কিনে লোকসান ছাড়া আর কিছুই হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group