প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় এখন চলছে আশ্বিন মাস, কিন্তু আবহাওয়ার মতিগতি দেখলে মনে হবে এখন চলছে শ্রাবণ মাস। যখন তখন ঘন কালো মেঘ ধেয়ে আসছে আর ঝমঝমিয়ে নামছে তুমুল বৃষ্টি (Weather Update)। বর্ষা যে এখনও বিদায় নেয়নি সেটার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সাধারণত বিশ্বকর্মা পুজোর পরে বৃষ্টি বিদায় নেয়, কিন্তু এবার তা হওয়ার জো নেই। কারণ বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল তা এইমুহুর্তে পূর্ব ঝাড়খণ্ডের উপরে রয়েছে। অন্য দিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমবে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতা সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তাই কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, সেই কারণে প্রচুর ঘাম হতে পারে। এছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার শ্লীলতাহানি SFI নেতার! নেওয়া হল বড় পদক্ষেপ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির দাপট না থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আগামীজাল অর্থাৎ শুক্রবার, ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও মনে করা হচ্ছে।