জুনের দ্বিতীয় সপ্তাহে লটারি জিতবেন এই রাশির ব্যক্তিরা! দূরে থাকা উচিৎ এদের

Published on:

People of this zodiac sign will become millionaires by winning the lottery in the second week of June

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জুন মাসে লটারি (Lottery) কেটে ভাগ্য ফিরতে পারে অনেকেরই। জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাসে লটারিতেই ভাগ্য খুলবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের। তবে শুভ খবরের পাশাপাশি রয়েছে অশনি সংকেতও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, জুন মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি ভাগ্য ভাল গেলেও অর্থ প্রাপ্তির নিরিখে পিছিয়ে পড়বেন বেশ কিছু রাশির ব্যক্তিরা। রইল বিস্তারিত।

বৃষ রাশি

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ রাশির ভাগ্য ফিরতে পারে। মূলত এই সপ্তাহের মধ্যভাগটা বেশ ভাল যাবে বৃষের জাতক জাতিকাদের। তবে সপ্তাহের শেষ ভাগে একেবারেই লটারি কাটা চলবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিথুনের ভাগ্য ভাল

জুন মাসের দ্বিতীয় সপ্তাহের গোটা সময়টাই মিথুন রাশির ব্যক্তিদের জন্য শুভ হতে চলেছে। এই সময়ে চাইলেই লটারি কেটে কোটি না হলেও লাখ টাক ঘরে তুলতে পারেন অনেকেই।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত শুভ। এই সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা।

কন্যা রাশি

কন্যা রাশির জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহটা আর্থিক দিক থেকে বেশ ভাল। এই শুভ সময়ে লটারি কেটে নিজের অর্থভাণ্ডার ভরানোর সুযোগ হাতছাড়া করবেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহটা আর্থিক দিক থেকে মধ্যম প্রকৃতি হতে চলেছে। এই সময়ে লটারি থেকে বিশেষ কিছু পাওয়ার আশা নেই বৃশ্চিকের। তবে ইচ্ছে হলে অল্প টাকার লটারি কাটতে পারেন।

ধনু রাশি

ধনুর জাতক জাতিকাদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহটা বেশ শুভ। এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগটা যথেষ্ট শুভ হতে চলেছে। তাই ভাগ্য যাচাই করতে এই সময় লটারি কাটতে পারেন।

কুম্ভ রাশি

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কুম্ভ রাশির ভাগ্য ফিরতে পারে। তবে ঝুঁকি এড়াতে এই সপ্তাহের শেষ ভাগে লটারি কাটতে পারেন।

ভুলেও লটারি কাটবেন না এই 4 রাশির ব্যক্তিরা

মেষ রাশি

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি নেই। তাই ভুলেও এই সময়ে লটারি কেটে নিজের পরিশ্রমের অর্থ অপচয় করবেন না।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহটা আর্থিক দিক থেকে মোটেই ভাল নয়। অর্থ লাভের তুলনায় অর্থ ব্যয়ের পরিমাণ বেশি হবে। তাই লটারি থেকে অবশ্যই দূরে থাকুন।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আর্থিক ঝুঁকি রয়েছে। তাই লটারি কাটার ইচ্ছে হলে খুব ভেবে চিন্তে অল্প টাকার দু-একটা লটারি কেটে দেখতে পারেন। তবে লটারি না কাটাই বুদ্ধিমানের কাজ হবে।

অবশ্যই পড়ুন: হঠাৎ কী হল মোহনবাগানে? দল ছাড়ছেন ৩ বড় ফুটবলার!

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহ একেবারেই ভাল যাবে না। এই সময়ে লটারি কেটে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন মীনের জাতক জাতিকারা।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group