বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্মদিনেই ভক্তদের বড় উপহার দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan Gift To Fans)। কিং খানের ছবি মানে দেশজুড়ে উৎসব। সেই উৎসবের আনন্দ নিতে একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন খান ভক্তরা। 2 নভেম্বর, জন্মদিনের দিনই অনেকটাই মিটল সেই অপেক্ষা। নিজের আসন্ন ছবি কিং এর ট্রিজার লঞ্চ করলেন বাদশাহ। রবিবার, শাহরুখের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে কিংয়ের নতুন ট্রিজার।
আশায় ছিলেন ভক্তরা
আজ কিং খানের জন্মদিন উপলক্ষ্যে একপ্রকার উৎসব মুখর দিন কাটাচ্ছেন দেশবাসী। পছন্দের তারকার সাথে দেখা করতে না পারলেও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে নিজের বাড়িতেই কেক কেটে, সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন ভক্তরা। এরই মাঝে ফ্যানেদের উপহার দিয়ে বসলেন শাহরুখ। যদিও কিং খান যে নিজের জন্মদিনের দিনই নতুন ছবির ট্রিজার প্রকাশ করবেন তার একটা আন্দাজ আগে থেকেই করে নিয়েছিলেন ভক্তরা।
সাধারণত, নিজের জন্মদিনের দিনই বিভিন্ন ছবির ট্রিজার সহ নানান শুভ কাজের ঘোষণা করেন শাহরুখ। এবারও সেই নিয়মের অন্যথা করলেন না দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভির নায়ক। এদিকে, কিং খানের নতুন মুভির ট্রিজার দেখামাত্রই হইহই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এতে যে, ট্রিজারের পর নতুন করে ট্রেলার এবং ছবি মুক্তির জন্য অপেক্ষা বাড়ল ভক্তদের, সেটা বলাই যায়।
Sau deshon mein badnaam,
Duniya ne diya sirf ek hi naam – #KING#KingTitleReveal
It’s Showtime!
In Cinemas 2026. pic.twitter.com/l3FLrUH1S0— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2025
অবশ্যই পড়ুন: বিশেষ উৎসবের দিন মেক্সিকোর সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হল ২৩ শিশুর
উল্লেখ্য, সদ্য যে ছবিটির ট্রিজার প্রকাশ করেছেন শাহরুখ খান, সেই কিং ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। কাজেই, পাঠান ছবির পর কিংয়েও শাহরুখ এবং আনন্দের যুগলবন্দী প্রত্যক্ষ করতে পারবেন দর্শকরা। এছাড়াও ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আপাতত ভক্তদের আশা, খুব শীঘ্রই পাঠান, জাওয়ানের মতোই পর্দায় ফিরবে শাহরুখ ম্যাজিক। আশা করা যাচ্ছে সব ঠিক থাকলে, খুব শীঘ্রই ক্যামেরার মুখোমুখি হয়ে নতুন ছবি নিয়ে মুখ খুলবেন কিং খান।












