প্রীতি পোদ্দার, কলকাতা: দু’বছর আগে ২০২২ সালে জনপ্রিয় গায়ক শিল্পী কেকে-কে নিয়ে এক পুরনো বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাংলার এক স্বনামধন্য গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যা নিয়ে সত্যি বলতে এখনও কম বেশি আলোচনা করা হয়। আসলে এক ভিডিওতে রূপঙ্কর বলে বসেছিলেন, ‘হু ইজ কেকে ম্যান?’। আর ঘটনাচক্রে তাঁর এমন মন্তব্যের পর পরই আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতায় গান গাইতে আসা কেকে-র। তারপর রূপঙ্করের সেই মন্তব্য সোশ্যালে ভাইরাল হয়। আর তাতেই ভীষণ হইচই শুরু হয়েছিল।
কেকে বিতর্কে তীব্র সমালোচনায় রূপঙ্কর
সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গায়ক। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে সেই সময় প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন গায়ক সহ গোটা পরিবার। শুকনো মুখে ক্ষমা চেয়েও লাভ হয়নি তাঁর। শুধু তাই নয়, রীতিমত অনেক শো তাঁর বাতিল হয়ে যায়। বহুদিন চলেছিল সেই মন্তব্যের রেশ। এমনকি পরে নিরাপত্তা নিয়ে ঘুরতে হয়েছিল রূপঙ্কর বাগচিকে। তবে বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা সরল এবং স্বাভাবিক হয়েছে। তবে সম্প্রতি রূপঙ্করের এক সাক্ষাৎকারে হঠাৎই নাম উঠে এল আরও এক স্বনামধন্য গায়কের নাম। তিনি আর কেউ নন স্বয়ং অরিজিৎ সিং।
রূপঙ্করের সাক্ষাৎকারে উঠে এল অরিজিৎ এর প্রসঙ্গ
জানা গিয়েছে, সম্প্রতি গায়ক রূপঙ্কর বাগচির সঙ্গে একটি সাক্ষাত্কার পর্বের আয়োজন করেছিল এক বিশেষ সংবাদ মাধ্যম। যেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে রূপঙ্কর যদি সাংবাদিক হতেন তাহলে কাকে কী প্রশ্ন করতেন? আর সেই প্রশ্নের উত্তরে রূপঙ্কর আরেক স্বনামধন্য গায়ক অরিজিত্ সিংয়ের প্রসঙ্গ তুলে আনে।
রূপঙ্কর বলেন, “আমি অরিজিৎকে প্রশ্ন করব, আর কত অবাক হতে হবে তোমার ট্যালেন্ট দেখে! একের পর এক অনুপ্রেরণায় আমরা মোহিত। তোমার থেকে যদিও আমি অনেক সিনিয়র, কিন্তু তবুও প্রতিনিয়ত আমি তোমার থেকে অনেক কিছু শিখে চলেছি। তোমার গান গাওয়া, তোমার সংগীতের দক্ষতা, তোমার জীবনযাপন, সমস্তটাই আমাকে এত উদ্বুদ্ধ করে, যে বার বার মনে হয় আরও শিখে যাই।”