কপাল খুলল প্রবীণ নাগরিকদের, ফিরছে ট্রেনের টিকিটে অতিরিক্ত ছাড়ের নিয়ম? মিলল বড় আপডেট

Updated on:

Can Indian Railways bring back the rule of senior citizen concessions on train tickets

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড়ের গল্প অনেক আগেই চুকিয়ে দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। মূলত করোনা মহামারীর সময়কালে আচমকা প্রবীণ নাগরিকদের ছাড়ের নিয়ম তুলে নেয়, ভারতীয় রেলওয়ে। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও রেলের তরফে আর নতুন করে সিনিয়র সিটিজেনদের সেই বিশেষ ছাড় ফিরিয়ে দেওয়া হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যার জেরে নানা মহল থেকে বহুবার ভারতীয় প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে পুরনো ছাড় ফিরিয়ে দেওয়া নিয়ে একাধিক দাবি উঠেছিল। তবে প্রাথমিকভাবে সেই সব দাবিতে কর্ণপাত না করলেও, শোনা যাচ্ছে এবার নাকি পুরনো নিয়ম ফিরিয়ে আনতে পারে রেল? কতটা সত্যি এই খবর? আদৌ কি প্রবীণ নাগরিকদের কপাল খুলবে?

জল্পনা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট

চলতি বছরই বিহারে বিধানসভা নির্বাচন। 2025 ঘুরলেই আগামী বছর দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগেই ভারতীয় রেলের তরফে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড়ের পুরনো নিয়ম ফিরিয়ে আনা নিয়ে জল্পনা বাড়াল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, নির্বাচিত কয়েকটি শ্রেনীর টিকিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ফের ছাড় দেবে ভারতীয় রেল! মূলত এসি থ্রি টায়ার, এসি চেয়ার কার ও স্লিপার ক্লাসের টিকিটে ছাড় পাবেন ভারতীয় প্রবীণ নাগরিকরা, এমন দাবিই করা হয়েছে ওই ভাইরাল পোস্টটিতে। আর এরপর থেকেই, পুরনো নিয়ম ফিরে পাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আদৌ কি প্রবীণদের ছাড়ের নিয়ম ফিরিয়ে আনছে রেল?

ভাইরাল হওয়া পোস্টটিতে ভারতীয় প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড়ের পুরনো নিয়ম ফিরিয়ে আনা নিয়ে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় রেলের তরফে কিছুই জানানো হয়নি। রেল এও জানায়নি যে, প্রবীণ নাগরিকদের ছাড়ের নিয়ম আর ফিরবে কিনা! যদিও এর আগে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ভারতীয় রেল এমনিতেই ট্রেনের টিকিটে প্রত্যেক যাত্রীকে 55 শতাংশ ছাড় দেয়। এর অর্থ, 100 টাকার টিকিট কাটলে একজন যাত্রী 55 টাকা ছাড় পেয়ে যাবেন।

যদিও অতীতে প্রবীণ নাগরিকরা এই ছাড়ের ওপর আরও অতিরিক্ত ছাড় পেতেন। জানা যায়, আগে 58 বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য প্রতিটি শ্রেণীর টিকিটে 50 শতাংশ ছাড় দেওয়া হতো। অন্যদিকে 60 বছরের পুরুষদের ক্ষেত্রে সেই নিয়মটা ছিল 40 শতাংশ ছাড়ের। তবে, এই ছাড়ের নিয়ম তুলে নেওয়ার পর থেকেই অতিরিক্ত ছাড়ের অর্থ দিয়ে নিজেদের কোষাগার ভরিয়েছে ভারতীয় রেল।

অবশ্যই পড়ুন: IPL তো শেষ, জানেন ট্রফির গায়ে চার শব্দে কী লেখা থাকে? দেখে নিন

উল্লেখ্য, 2020 সালের 20 মার্চ কোভিড চলাকালীন হঠাৎ করেই ভারতের প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় তুলে নেয় ভারতীয় রেলওয়ে। সেই সময়ে রেলের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, করোনাকালে ট্রেনে প্রবীণ নাগরিকদের ভিড় এড়াতে ও তাঁদের স্বাস্থ্যের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করে, শুধুমাত্র ভারতীয় প্রবীন নাগরিকদের ছাড়ে কোপ বসিয়ে প্রতিবছর মোটা অঙ্কে কোষাগার ভরাচ্ছে ভারতীয় রেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group