পাকিস্তানের অর্থনীতিতে সার্জিক্যাল স্ট্রাইক! বিশ্ব ব্যাঙ্ক ও FATF-র কাছে বিশেষ আর্জি ভারতের

Published on:

Pakistan

সৌভিক মুখার্জী, কলকাতা: IMF থেকে সন্ত্রাসের দেশ (Pakistan) 100 কোটি ডলার ঋণ নেওয়াতেই ভারত এবার নড়েচড়ে বসে সেই ঋণের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এবার নয়াদিল্লি সরাসরি বিশ্ব ব্যাঙ্ক এবং FATF-র কাছে আর্জি জানাচ্ছে, যাতে পাকিস্তানকে দেওয়া ঋণ এবং অর্থনৈতিক সুবিধাগুলি আরও একবার খতিয়ে দেখা হয়, সে বিষয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের কৌশল সার্জিক্যাল স্ট্রাইক?

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, পাকিস্তানের অর্থনীতি যেভাবে আন্তর্জাতিক সাহায্যের উপর দিনের পর দিন নির্ভর করছে, তাতে এই মুহূর্তে 20 বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিশ্ব ব্যাঙ্ক থেকে হাতিয়ে নেবে ইসলামাবাদ। তবে ভারত চাইছে, সেই পথে বাধা হয়ে দাঁড়াতে।

নয়াদিল্লি মনে করছে, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেয়নি। এমনকি বহু প্রমাণ সামনে এসেছে, যেখানে জঙ্গিগোষ্ঠীগুলিকে সমর্থন করা হচ্ছে এবং আশ্রয় দেওয়ারও অভিযোগ উঠছে। আর সে কারণেই ভারত এই ঋণ প্রদানের বিরোধিতা করছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

2022-এ পাশে দাঁড়িয়েছিল FATF

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2022 সালে দীর্ঘ চার বছর ধূসর যুগে থাকার পর পাকিস্তানের দিকে মুখ ফিরে তাকিয়েছিল FATF। কিন্তু ভারতের মতে, সেটা ছিল পুরোপুরি সংবিধানিক কৌশল। বাস্তবে পরিস্থিতির কিছুই উন্নতি হয়নি। এমনকি তারা আরও সন্ত্রাসবাদে অর্থ বিনিয়োগ এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিয়েছে। 

সেই সূত্র ধরে ভারত চাইছে, পাকিস্তানকে FATF-এর Grey লিস্টে পাঠানো হোক। এতে পাকিস্তানের উপর আন্তর্জাতিক নজরদারি আরও জোরদার হবে এবং লেনদেনের পরিকাঠামো আরও উন্নত হবে।

আরও পড়ুনঃ চিপস চুরি করেনি পাঁশকুড়ার সপ্তম শ্রেণির ছাত্র, CCTV ফুটেজই করে দিল সাফ! ভাইরাল ভিডিও

আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান

এদিকে বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের সঙ্গে লড়তে হচ্ছে সন্ত্রাসের দেশকে। দেশের অভ্যন্তরে এখন অর্থনৈতিক অবস্থা ভয়াবহ আকার ধারন করেছে। টাকার তো যোগান নেই বললেই চলে, পাশাপাশি রিজার্ভ ক্রমশ কমে আসছে। 

আর এই পরিস্থিতিতে তাদের আন্তর্জাতিক ঋণই একমাত্র ভরসা। আর এখন ভারত যদি সেই পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ইসলামাবাদ যে মাঠে মারা যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group