বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিঁদুর অভিযানের সময় পাকিস্তানের চিনা ড্রোন হামলা কার্যত একার হাতে রুখে দিয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের D4 অ্যান্টি ড্রোন সিস্টেম। মূলত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম চিনা ড্রোনাসুরকে ছারখার করে ছেড়েছে! এবার ভারতের সেই অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে এগিয়ে এল চিনের জাত শত্রু, তাইওয়ান (Taiwan)।।
শত্রু পক্ষের ড্রোন ধ্বংস করতে সিদ্ধহস্ত D4 অ্যান্টি ড্রোন সিস্টেম
মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি D4 অ্যান্টি ড্রোন সিস্টেম সহজেই শত্রু শিবিরের ড্রোনগুলিকে গিলে খেতে পারে। আসলে ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল ও জেন টেকনোলজিসের সহায়তায় DRDO-র তৈরি এই বিধ্বংসী D4 ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা 360 ডিগ্রির মধ্যে থাকা যেকোনও শত্রু ড্রোন নিমেষে চিহ্নিত করে তা ধ্বংস করতে পারে।
এই সিস্টেমে মূলত ড্রোন বিধ্বংসী প্রথাগত অস্ত্রের পাশাপাশি 30 কিলো ওয়াটের লেজার গানও রয়েছে। যার পাল্লা প্রায় 4 কিলোমিটার। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র হায়দরাবাদ শাখা সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্স বর্তমানে এই D4 অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরির কাজে নিযুক্ত।
অবশ্যই পড়ুন: এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো নিয়ে বিরাট সুখবর
চিনকে শিক্ষা দিতেই ভারতের ড্রোন প্রতিরোধকারী সিস্টেম কিনতে চায় তাইওয়ান
বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে চিনের নজরদারি ড্রোনগুলি তাইওয়ানের আকাশ সীমা পেরিয়ে বারংবার ওদেশে প্রবেশ করেছে বলেই অভিযোগ। এমতাবস্থায়, শত্রু চিনকে যোগ্য জবাব দিতে ভারতের কাছ থেকে ইতিমধ্যেই নানান অস্ত্র কিনতে চেয়ে বার্তা দিয়েছে, তাইওয়ান। সেই সাথেই পাকিস্তানের হাতে থাকা চিনা ড্রোনগুলির ধ্বংসকারক D4 ড্রোন প্রতিরোধী সিস্টেম কিনে ড্রাগনের বাড়াবাড়ি রুখতে চাইছে দীপরাষ্ট্রটি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |