মৃতদের ১ কোটি, আহতদের চিকিৎসা! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা টাটা গ্রুপের

Published on:

Ahmedabad Plane Crash

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ গুজরাটের আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা! বৃহস্পতিবার দুপুরে এক লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash) শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে। আর এই দুর্ঘটনায় 241 জন যাত্রী প্রাণ হারিয়েছে বলে দাবি করছে সংবাদমাধ্যমগুলি। গোটা দেশ যখন শোকস্তব্ধ, ঠিক তখনই দুর্ঘটনায় মৃতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল টাটা গোষ্ঠী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

বলে রাখি, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তাও এক মেডিকেল কলেজের হোস্টেলের উপরে। সূত্র বলছে, বিমানটিতে মোট 242 জন আরোহী ছিল।

জানা যাচ্ছে, 159 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পোর্তুগিজ, 1 জন কানাডিয়ান এবং 2 জন পাইলট ও 10 জন ক্রু সদস্য ছিল ওই ফ্লাইটে। তবে সবথেকে অবাক করার বিষয়, এই দুর্ঘটনায় একমাত্র রমেশ বিশ্বাসকুমার নামের এক ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছেন, আর বাকিরা কেউই জীবিত নেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টাটা গোষ্ঠীর বিরাট পদক্ষেপ

এই ভয়াবহ পরিস্থিতিতে নিহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বিরাট পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, এবার প্রতিটি মৃত যাত্রীর পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ। এমনকি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত খরচ টাটা গোষ্ঠী বহন করবে।

আরও পড়ুনঃ সোনা, হীরে বা প্লাটিনাম নয়! আগামী ১০ বছরে সবথেকে মূল্যবান জিনিস হবে এটিই

শুধু তাই নয়, আহতদের সম্পূর্ণ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে টাটা গ্রুপের তরফ থেকে এবং বিজে মেডিকেল কলেজের ক্ষতিগ্রস্ত হোস্টেল ভবন পুনরায় নির্মাণে সহায়তা করবে টাটা গোষ্ঠী। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে বেশ কিছু সংবাদ সংস্থা। 

আসলে বিমানটি ভেঙে পড়েছিল বিজে মেডিকেল কলেজ হোস্টেলের উপরে, যার জেরে এই হোস্টেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দুর্ঘটনায় বহু পড়ুয়া নিহতও হয়েছে। টাটা গোষ্ঠী আশ্বাস দিয়েছে যে, হোস্টেলেটিকে আবার পুনরায় নির্মাণ করে দেওয়া হবে এবং আহত পড়ুয়াদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group