চিন্তার কারণ নেই, গ্রুপ সি’র সব নিয়োগ বাতিল করেও চাকরিপ্রার্থীদের আশা দিল রেল

Published on:

Indian railway group c recruitment cancelled

সৌভিক মুখার্জী, কলকাতাঃ রেলের চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য আসতে পারে এক বড় ধাক্কা। ভারতীয় রেলওয়ে বোর্ডের (RRB) তরফ থেকে গ্রুপ-সি পদে সমস্ত নিয়োগ (Railway Group C Recruitment) বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের পরই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ফলে হাজার হাজার চাকরিপ্রার্থী এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে কী ঘটেছে?

সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। এই ঘটনার জেরে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় মোট ১ কোটি ১৭ লক্ষ টাকা। এই নিয়েই রেলওয়ে বোর্ড দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে, ৪ই মার্চ পর্যন্ত চূড়ান্তভাবে অনুমোদিত না হওয়া সমস্ত গ্রুপ-সি নিয়োগ বাতিল করা হবে। 

রেলওয়ে বোর্ডের নতুন নির্দেশ

এই ঘটনার পর রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে যে, ৪ই মার্চ পর্যন্ত সমস্ত গ্রুপ সি নিয়োগ বাতিল করা হবে। হ্যাঁ একদম ঠিকই শুনছেন। শুধু তাই নয়, LDCE/GDCE সহ সমস্ত বিভাগীয় নিয়োগও বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগের কোনরকম অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সব পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক (CBT) নেওয়া হবে। কোনোরকম লিখিত পরীক্ষা আর নেওয়া হবে না। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চাকরি প্রার্থীদের উপর প্রভাব

এই ঘোষনার ফলে দেশের অনেক বেকার চাকরিপ্রার্থীরা, যারা রেলে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের হতাশ হতে হয়েছে। তবে চিন্তার সেরকম কারণ নেই। রেলওয়ে বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে নতুন নির্দেশিকা জারি করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ করা হবে।

আরও পড়ুনঃ বেতন ৪৭,৬০০! কৃষি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পাশে ৫১৯ গ্রুপ ডি কর্মী নিয়োগ

ভারতীয় রেল ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছে, যাতে পরবর্তী সমস্ত পরীক্ষা কম্পিউটার ভিত্তিক করা হয়। এতে দুর্নীতির সম্ভাবনাও কমবে এবং নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই মুহূর্তে অনেকের জন্য এটি দুঃসংবাদ নিয়ে আসবে। তবে ভবিষ্যতে আরো স্বচ্ছভাবে নিয়োগ হবে। এটাই চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো। তাই নতুন নির্দেশের জন্য অবশ্যই রেল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের পোর্টালের দিকে নজর রাখুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group