মাধ্যমিক পাসে ভারতীয় রেলে চাকরি! ১১০৪ শূন্যপদে নিয়োগ

Published:

Indian Railways Recruitment 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (Indian Railways Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। ইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

সম্প্রতি উত্তর-পূর্ব রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট ১১০৪টি শূন্যপদ রয়েছে। আর অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এখানে বিভিন্ন ইউনিট রয়েছে, আর প্রতিটি ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা দশম শ্রেণীতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও যে কোনও ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য নূন্যতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

এই পদে নিযুক্ত হলে প্রার্থীদের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী প্রতিমাসে কেন্দ্র সরকারের তরফ থেকে স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনওরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট বানানো হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে, তাদেরকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন করবেন কীভাবে?

আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। সেহানে ক্লিক করে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

বলে রাখি, এখানে জেনারেলল ও ওবিসি প্রার্থীদের আবেদন করার জন্য ১০০ টাকা ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের আবেদন করতে ফি লাগবে না। পাশাপাশি মহিলাদেরও ফি দরকার নেই।

আরও পড়ুনঃ বছর শেষে অনেকটাই বাড়তে পারে স্মার্টফোনের দাম!

গুরুত্বপূর্ণ তারিখ

গত ১৬ অক্টোবর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Indian Railways Official Notification- Download Now

Official Website- Click Here

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join