সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক স্কলারশিপ দিয়ে থাকে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এল বিরাট সুখবর। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো প্রযুক্তিগত কোর্স করতে চায়, তারা এবার সম্পূর্ণ বিনামূল্যে তা করতে পারবে।
কারণ, রাজ্য সরকারের তরফ থেকে চালু করা ফ্রি-শিপ স্কলারশিপে (WB Freeship Scholarship) আবারও আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো ব্যয়বহুল কোর্সে ভর্তি হতে তো পারবেই, পাশাপাশি ফ্রি টিউশনের ব্যবস্থাও করে দেওয়া হবে। তবে কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, কী কী যোগ্যতা লাগবে তা আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো।
রাজ্য সরকারের ফ্রি-শিপ স্কলাশিপ
আগেই বলে রাখি, ২০১১ সালে রাজ্য সরকারের এই ফ্রি-শিপ স্কলারশিপটি চালু হয়, যেটি সম্পর্কে এখনও পর্যন্ত অনেকেই জানে না। তবে এবার নতুন শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। তাই আগ্রহী ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং নিজের উচ্চ শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে যেতে পারবে।
এই স্কলাশিপের উদ্দেশ্য কী?
বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলাশিপ চালু করে রেখেছে। আর এটি মূলত গরিব, দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা। এই স্কলাশিপের মূল উদ্দেশ্য হল মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা যাতে বিনামূল্যে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারে তার ব্যবস্থা করা। বিশেষ করে গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার প্রোগ্রামের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ একেবারে সোনায় সোহাগা।
আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে?
ফ্রি-শিপ স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনও সরকারি কিংবা বেসরকারি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে হতে হবে।
- আবেদনকারীকে রাজ্য বা জাতীয় দপ্তরের যে কোনও প্রবেশিকা পরীক্ষা যেমন WBJEE, JEE Main ইত্যাদিতে উত্তীর্ণ হতে হবে।
আবেদন করবেন কীভাবে?
রাজ্য সরকারের এই স্কলারশিপে দু’ভাবে আবেদন করা যায়। সরকারি কলেজগুলোর ক্ষেত্রে আবেদন ফর্ম কলেজ থেকে দেওয়া হয় এবং সেগুলিকে ফিলাপ করে কলেজে জমা দিতে হয়। তবে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে অফিসিয়াল পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আর এটি মূলত উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল ডাইরেক্টের দ্বারায় পরিচালিত হয়।
কী কী ডকুমেন্ট দরকার পড়ে?
পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয় সেগুলি হল—
- স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
- নিজের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড।
- আগের ক্লাসের মার্কশিট এবং বর্তমান অ্যাডমিশনের রিসিভ কপি।
আরও পড়ুনঃ ৩০ নভেম্বর ডেডলাইন! এই ডকুমেন্ট জমা না দিলেই বন্ধ হবে পেনশন
আবেদনের শেষ তারিখ
জানিয়ে রাখি, ফ্রি-শিপ স্কলাশিপে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে বর্তমানে আবেদন চলছে। আর এখানে আবেদনের শেষ তারিখ আগামী ৭ নভেম্বর, ২০২৫। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।












