সোনাকে টেক্কা দিয়ে রেকর্ড ছুঁচ্ছে রুপোর দাম! কোথায় করবেন লগ্নি?

Published on:

Gold vs Silver

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের প্রথম দিকে বাজারে সোনা বাজিমাত করলেও জুন মাসে খেল দেখিয়েছে রুপো (Gold vs Silver)। হ্যাঁ, যখন হলুদ ধাতুর দাম ছিল চড়াগতিতে, সেখানে একাই 8% ঊর্ধ্বগততে ঠেকে চমক দিয়েছে রুপো। এখন প্রশ্ন উঠছে, সোনার মোমেন্টাম কি তাহলে কমে আসছে দিনের পর দিন? বিনিয়োগকারীদের কি এবার তাহলে সাদা ধাতুর প্রতি নজর দেওয়া উচিত? জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরিসংখ্যানে মিলছে চমক

রিপোর্ট বলছে, 2025 সালের প্রথম ছয় মাসে সোনার দাম প্রায় 25% বেড়েছে। আর অন্যদিকে রুপোর দাম বৃদ্ধি পেয়েছে 20%-র আশেপাশে। তবে জুন মাসে সোনার দাম 1%-এরও কম বেড়েছে। আর সেখানে রুপোর দাম এক লাফে 8% ঊর্ধ্বগতিতে ঠেকেছে। তাহলে কি আগামী দিনে সোনাকে টেক্কা দিয়ে রুপো উপরে উঠবে? সম্ভাবনা থেকে যাচ্ছে!

রুপোর দামের এই হঠাৎ উত্থানের কারণ কী?

এক বাজার বিশ্লেষক বলছেন, 2025 সালের শুরুতে সোনা বেশ চমকই দিচ্ছিল, বিশেষ করে এপ্রিল মাসের লিবারেশন ডে’র পরে। তবে এরপর বিশ্ববাজার এবং শুল্ক সংক্রান্ত আতঙ্কে সোনা কিছুটা মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ, সেই ফাঁকে রুপো এবং অন্যান্য শিল্পগুলি একেবারে নজরকাড়া পারফরম্যান্স করে উপরের দিকে উঠে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে রুপোর এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত রুপো একদিকে সোনার মতো মূল্যবান ধাতু। অন্যদিকে এটি শিল্প খাতেও এর চাহিদা প্রচুর। কারণ, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ির খাতে বিরাট পরিমাণ রুপো ব্যবহৃত হয়। সেই সূত্র ধরেই 60% চাহিদা থাকছে প্রায় শিল্প কেন্দ্র থেকে।

জোগানে ঘাটতি সত্ত্বেও চাহিদা তুঙ্গে

সম্প্রতি এক বাজার বিশ্লেষক বলছেন, রুপোর দাম বাড়ার সবথেকে বড় কারণ পঞ্চম বছরের মতো এর সরবরাহ ঘাটতি। কারণ রুপো অন্যান্য ধাতুর খনন থেকে বাই-প্রোডাক্ট হিসেবে উঠে আসে। আর এই ঘাটতির জেরেই রুপোর দাম আগুন ঝড়াচ্ছে। এদিকে সোনার দাম বনাম রুপোর দাম দিয়ে তৈরি হয় গোল্ড-সিলভার রেশিও, যা বলে দেয় কোন ধাতুটি অর্থের মূল্য দিচ্ছে। তবে বর্তমান সময়ে সেই রেশিও রুপোকেই ইতিবাচক দেখাচ্ছে। 

আরও পড়ুনঃ বদলে গেল ৬৪ বছরের পুরনো নিয়ম, OBC নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

তাহলে কোথায় বিনিয়োগ করবেন?

দেখুন, সোনাকে সবসময় নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবেই ভেবে তাকে সবাই। বিশেষ করে বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারীরা সোনার দিকে বেশি ঝোঁকে। তবে রুপোয় বিনিয়োগ কম হলেও রিটার্নের সম্ভাবনা অনেকটাই বেশি। তাই বিশেষজ্ঞরা মনে করছে, সাম্প্রতিক দৃষ্টিভঙ্গিতে রুপোই একমাত্র লাভজনক হয়ে উঠতে পারে। কারণ শিল্পক্ষেত্রে এর চাহিদা হু হু করে বাড়ছে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group