পেনশন থেকে UPI, GST ও LPG, আজ থেকে বদলে গেল ৫ নিয়ম! জানুন কতটা প্রভাব পড়বে

Published on:

pension to upi limit 5 important rules changing from 1st january

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিমাসের পয়লা তারিখ হতেই বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়। ১ লা জানুয়ারি ২০২৫-এ তার ব্যতিক্রম হয়নি। LPG থেকে শুরু করে UPI ব্যবহার এমনকি EPFO এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদলে গিয়েছে। যেগুলি সম্পর্কে অবশ্যই জেনে রাখা উচিত, নাহলে সমস্যায় পড়তে হতে পারে। তাই আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলাল পেনশনের নিয়ম

যে সমস্ত ব্যক্তিরা পেনশন পান তাদের জন্য বড় সুখবর মিলেছে নতুন বছরের পয়লা তারিখেই। এখন থেকে যেকোনো ব্যাঙ্ক থেকেই নিজের পেনশনের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা। আগেও এমনটা করা যেত, তবে তার জন্য অতিরিক্ত ভেরিফিকেশন করতে হত। কিন্তু এবার আর সেই ঝামেলা থাকছে না। এমনকি EPFO এর তরফ থেকে শীঘ্রই এটিএম কার্ড দেওয়া হবে যেটা দিয়ে ATM থেকেই পেনশনের টাকা তুলে নেওয়া যাবে।

UPI এর নিয়মেও বদল

সম্প্রতি দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে UPI 123Pay এর নিয়মেও কিছু বদল করা হয়েছে। আগে এই ইউপিআইএর মাধ্যমে টাকা পাঠানোর লিমিট ছিল ৫০০০ টাকা। যেটা বাড়িয়ে ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

LPG গ্যাস সিলিন্ডারের দাম

প্রতিমাসের পয়লা তারিখেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়। কখনো কম তো কখনো বাড়ে এই দাম। এমাসে অর্থাৎ জানুয়ারি মাসে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৬ টাকা কমানো হয়েছে। আর গৃহস্থে ব্যবহার হওয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে।

GST পোর্টালে বাড়ল সিকিউরিটি

জানুয়ারি থেকেই জিএসটি পোর্টালের সুরক্ষা বৃদ্ধির স্বার্থে মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, একইসাথে ই-ওয়েবিল ১৮০ দিনের আগেই জেনারেট করা যাবে। যদি কোনো কারণে ১৮০ দিন পেরিয়ে যায় তাহলে ওয়েবিল তৈরী করা যাবে না।

ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস

১ লা জানুয়ারি থেকে ভারতে ইমিগ্রেশন না করিয়ে ভিসা আবেদন করা লোকেদের আবারও একবার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফ্রীতে করার সুযোগ দেওয়া হবে। এরপর পুনরায় আবেদন করতে হলে অবশ্য চার্জ লাগবে। এছাড়া ১৭ই  জানুয়ারি থেকে H-1B ভিসা প্রসেসে আধুনিকীকরণ করা হচ্ছে। যার ফলে নিয়োগকারীদেড় আরও সুবিদাহ হবে আর ভারতীয় F-1 ভিসা হোল্ডারদের জন্য পক্রিয়া আরও সহজ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group