শুধুমাত্র সুদ থেকেই আয় করুন ৪.৫ লক্ষ টাকা

Published:

Post Office TD Scheme Anyone Can earn 4.5 lakhs From interest only
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একবার বিনিয়োগ করলে আর চিন্তা নেই। নিরাপদে থাকবে আমানত, সঙ্গে মিলবে মোটা অঙ্কের সুদও। আপনি কি এমন কোনও স্কিম খুঁজছেন? যদি তাই হয়, সেক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিসের TD বা টাইম ডিপোজিট স্কিমটি (Post Office TD Scheme) আপনার জন্য সেরা বিকল্প হতে চলেছে। বলে রাখি, এই স্কিমে আপনার গচ্ছিত অর্থ প্রতিবছরই স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই স্কিমে মাত্র একবার বিনিয়োগ করেই 5 বছরে সাড়ে 4 লক্ষ টাকা পর্যন্ত সুদ পাওয়া যায়।

মেয়াদ শেষে মোটা রিটার্ন

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি একেবারে ব্যাঙ্কের FD স্কিমের মতোই কাজ করে। বলে রাখি, এই স্কিমে একবারে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে মোট আমানতের উপর বার্ষিক 7.5 শতাংশ সুদ দেয় পোস্ট অফিস। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি, এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি 7.5 শতাংশ বার্ষিক সুদের হারে 5 বছর পর মেয়াদ শেষে সুদাসল মিলিয়ে 14.4 লক্ষ টাকা পেয়ে যাবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই স্কিমে গ্রাহকরা আয়কর ধারা 80C এর অধীনে কর ছাড় পান। এছাড়াও প্রয়োজনে সঞ্চিত অর্থের উপর ভিত্তি করে ঋণও নিতে পারবেন গ্রাহক। অর্থাৎ নিরাপদে সঞ্চিত অর্থ বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনের সময়ও গ্রাহককে বাঁচায় এই স্কিম।

সর্বনিম্ন কত বিনিয়োগ করা যায়?

পোস্ট অফিসের TD স্কিমে মাত্র 1,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। যদিও এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। কাজেই, যত বেশি বিনিয়োগ তত বেশি রিটার্ন। বলে রাখি, পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে এককভাবে কিংবা যৌথ অ্যাকাউন্ট খুলেও বিনিয়োগ করা যেতে পারে। না বললেই নয়, ব্যাঙ্কে মূলত প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে বেশি সুদ পান। তবে পোস্ট অফিসের এই স্কিমে সমস্ত বয়সের গ্রাহক 5 বছরের মেয়াদে 7.5 শতাংশ বার্ষিক সুদ পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: ‘হনুমান ভুয়ো হিন্দু দেবতা!’ ট্রাম্পের রিপাবলিকান পার্টির নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে

উল্লেখ্য, ভারতীয় পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম বয়স 10 বছর। অর্থাৎ 10 বছর বয়সের যে কেউ এই স্কিমে নিজেদের অর্থ সঞ্চয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে অভিভাবকের স্বাক্ষর বা অনুমতির প্রয়োজন পড়বে। এক কথায় পরিবারের হাত ধরেই এই স্কিমে বিনিয়োগ করতে হবে 10 বছর বয়সী শিশুদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join