ভারতের এই ১০টি রেল স্টেশনের নাম শুনলে হাসবেন আপনিও, একটার না তো আবার মোষ

Published on:

indian railways stations funny names

কলকাতাঃ ভারতীয় রেলকে (Indian Railways) দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। আর এই ভারতীয় রেলের উপর চোখ বন্ধ করে ভরসা করে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে ছুটে চলেছেন।  শুধু তাই নয়, বর্তমান সময়ে ভারতে হাজার হাজার রেলস্টেশন রয়েছেন যেগুলিতে মানুষ যাতায়াত করেন। কিন্তু এই স্টেশনগুলোর মধ্যে এমন কিছু রেল স্টেশন রয়েছে যেগুলির নাম শুনলে হয়তো আপনিও আপনার হাসি থামাতে পারবেন না। হ্যাঁ ঠিকই শুনেছেন। গরু, ছাগল, কুকুর, মোষসহ নানারকম নাম রয়েছে রেল স্টেশনগুললির। আজকের এই প্রতিবেদনে তেমনি কয়েকটি রেলস্টেশন নিয়ে আলোচনা করা হবে যেগুলির নাম শুনলে আপনি হয়তো নিজের হাসি থামাতে পারবেন না।

Kala Bakra

WhatsApp Community Join Now

এই রেলওয়ে স্টেশনটি পাঞ্জাবের জলন্ধর জেলায় অবস্থিত। এই জায়গাটি গুরুবচন সিং নামে এক সৈনিকের জন্য পরিচিত। ব্রিটিশ শাসনকালে গুরুবচন সিংকে ব্রিটিশরা সম্মানিত করেছিল। যাইহোক, হিন্দিতে কালা বকরা মানে হচ্ছে কালো ছাগল।

Saheli

সহেলি মানে হল বন্ধু। এই রেলওয়ে স্টেশনটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং ইটারসির কাছাকাছি জায়গায় অবস্থিত। এই স্টেশনটি মধ্য রেলের নাগপুর বিভাগে অবস্থিত।

BHAGA

এই রেলওয়ে স্টেশনটি ঝাড়খণ্ডে অবস্থিত। এই রেল স্টেশনটির ওপর দিয়ে প্রতিদিন অনেক অনেক ট্রেন চলাচল করে। না চলে যায় তার জন্য অনেকেই আছেন যারা দৌড়াদৌড়ি করেন। এই রেল স্টেশনের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। হ্যাঁ ট্রেন মিস হলে আপনাকে দৌড়াতে হতে পারে বৈকি।

DIWANA

এই রেলওয়ে স্টেশনটি হরিয়ানার পানিপথে অবস্থিত। এই স্টেশনের নাম শুনে অনেকেই আছেন যারা নির্ঘাৎ হেসে লুটোপুটি খাবেন।

Bibinagar

এই রেলওয়ে স্টেশনটি দক্ষিণ মধ্য রেলওয়ের বিজয়ওয়াড়া বিভাগের মধ্যে পড়ে। বিবিনগর স্টেশনটি তেলেঙ্গানার ভুবানীনগর জেলায় অবস্থিত। তবে এই স্টেশনের নামের সঙ্গে কোনও ব্যক্তির সম্পর্ক নেই। মূলত এই রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামে।

Bhainsa

এই ছোট্ট রেল স্টেশনটি তেলেঙ্গানার নির্মল জেলায় অবস্থিত। এই Bhainsa -র মানে হল মোষ। এই জেলায় ৫০, ০০০ জনেরও বেশি মানুষ বাস করেন।

Pathri

Pathri মানে হল কারোর শরীরে স্টোন ধরা পড়া। এই ছোট্ট রেলস্টেশনটি মহারাষ্ট্রের পারভানি জেলায় অবস্থিত।

NANA

হিন্দিতে নানা আর বাংলায় মানের হল দাদু অর্থাৎ মায়ের বাবা। কিন্তু জানলে অবাক হবেন, এই নাম রেল স্টেশনও রয়েছে। এই স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারা নামে একটি জায়গায় অবস্থিত। উদয়পুরের খুব কাছেই রয়েছে এই নানা স্টেশন।

Kutta

এটি একটি হিন্দি শব্দ, যার অর্থ কুকুর। তবে জানলে অবাক হবেন, কর্নাটকে একটি রেল স্টেশন রয়েছে যেটির নাম Kutta। এই জায়গার প্রকৃতি, পরিবেশ খুব সুন্দর।

Bettaih

এই কথাটির মানে হল মেয়ে সন্তান। তবে এই নাম ভারতে একটি রেল স্টেশনও রয়েছে বৈকি। এই রেল স্টেশনটি বিহারের পশ্চিম চম্পারণে অবস্থিত।

সঙ্গে থাকুন ➥
X