কাঁড়ি কাঁড়ি সোনা কিনছে এশিয়ার দেশগুলি, চমকাচ্ছে ভারতও! বাংলাদেশ, পাকিস্তানের কী অবস্থা?

Published on:

Gold Reserve

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্বজুড়ে এমনিতেই চলছে অর্থনৈতিক অনিশ্চয়তা। তার উপর রাজনৈতিক অস্থিরতা, আর ডলারের মান, সবকিছু নিয়েই তৈরি হচ্ছে সংশয়। আর এগুলির জেরে অনেক দেশের অর্থনীতি ভরাডুবিতে পড়ছে। তবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকছে হলুদ ধাতু। দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার! আর সেই সঙ্গে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি তাদের গোডাউনে প্রচুর পরিমাণে সোনা মজুদ (Gold Reserve) করছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিগত কয়েক বছর ধরে ডলারের একছত্র আধিপত্য চোখে পড়ছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রকম প্রশ্নও দানা বাঁধছে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার শিকার হতে হতে বর্তমানে চিন, ভারত সহ বিভিন্ন দেশ এবার বিকল্প রাস্তার পথে হেঁটেছে। আর সেই বিকল্প রাস্তা হিসেবে এবার রাজকোষে জায়গা করে নিচ্ছে সোনার ভান্ডার।

শীর্ষস্থানে কে রয়েছে?

খোঁজ নিয়ে জানা গেল, সোনা মজুদে এখনও পর্যন্ত শীর্ষস্থান দখল করে রেখেছে ড্রাগনের দেশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, 2025 সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত চিন 2292.31 টন সোনা মজুদ করে ফেলেছে। 2024 সালে এই দেশটি 44.17 টন সোনা যুক্ত করেছিল। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমনকি 2023 সালে তারা 224.48 টন এবং 2022 সালে 62.2 টন সোনা মজুদ করে রেখেছিল বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে 2024 সালে তাদের সোনা মজুদের গতি কিছুটা কমেছে। কিন্তু এতে জিংপিং এর দেশের সোনা মজুদের আগ্রহে কোনোরকম ভাটা পড়েনি।

ভারতের অবস্থান কোথায়?

চিনের পর এশিয়ার সোনা মজুদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ভারত। 2024 সালের তথ্য অনুযায়ী, ভারতে 879.7 টন সোনা মজুদ রয়েছে। শুধু তাই নয়, গত বছর ভারত 72.7 সোনা মজুদ করে ফেলেছে, যা কিনা পোল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ। 

যদিও 2020 সালে কোভিড মহামারীর সময় ভারত 41 টন সোনা মজুদ করে আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছিল। আর 2025 সালের শুরুতেই দেখা যায় যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সোনার বাজার মূল্য দাঁড়িয়েছে 789 কোটি মার্কিন ডলারে।

তৃতীয় স্থানে জাপান

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের অর্থ ভান্ডারে বর্তমান রয়েছে 845.97 টন সোনা। যদিও 2024 সালে জাপান অতিরিক্ত সোনা মজুদ করতে পারেনি। তবে তাদের পূর্ববর্তী মজুদ অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। 

চমক দিল উজবেকিস্তান

চিন, ভারত, জাপানের পর এশিয়ার মধ্যে সবথেকে বেশি সোনা মজুদ করে রেখেছে উজবেকিস্তান। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। প্রায় 367.64 টন সোনা মজুদ করেছে তারা। যদিও ২০২৪ সালে তাদের এই মজুদের পরিমাণ ছিল 383 টন। অর্থাৎ, তাদের সঞ্চয় কিছুটা কমেছে ।তবে ছোট দেশ হিসেবে যথেষ্ট চমক।

আরও পড়ুনঃ কাশ্মীরে লুকিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি! আঁচ পেতেই অভিযানে সেনাবাহিনী, চলছে গুলির লড়াই

পাকিস্তান এবং বাংলাদেশে কোথায়?

ভারতের পাঁচ প্রতিবেশী দেশের মধ্যে সবথেকে বেশি সোনা জমিয়ে রেখেছে পাকিস্তান। তাদের কাছে বর্তমানে 65 টন সোনা রয়েছে। যদিও সম্প্রতি পাক সরকারের দাবি অনুযায়ী, 33 টন অজানা উৎসের সোনার হদিস মিলেছে। তবে এটি সত্য প্রমাণিত হলে পরিমাণটা কিছুটা বাড়তে পারে।

ওদিকে পদ্মাপাড়ের দেশের কাছে বর্তমানে 14.28 টন সোনা মজুদ রয়েছে। আর শ্রীলংকার কাছে রয়েছে মাত্র 0.46 টন সোনা। আর নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এখনো কোনোরকম তথ্য মেলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group