সহেলি মিত্র, কলকাতাঃ এমনও সম্ভব! মেয়ের হবু শাশুড়ির সঙ্গে পালাল পাত্রীর বাবা (Bride’s Father Elopes With Groom’s Mother)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের মতো সত্যি। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে এমনই পারিবারিক একটি ঘটনার খবর প্রকাশ্যে এসেছে, যা মানুষকে হতবাক করে রেখে দিয়েছে।
মেয়ের হবু শাশুড়ির সঙ্গে পালালেন পাত্রের বাবা
জানা গিয়েছে, মেহেন্দি এবং বাগদানের মতো সমস্ত আচার অনুষ্ঠানের আগে পরিবারকে ছুটতে হয়েছে থানায়। উজ্জয়িনীর কাছে বাদনগর তহসিলে যে ছেলের সাথে একজন মধ্যবয়সী ব্যক্তি তার মেয়ের বাগদানের ব্যবস্থা করেছিলেন, সেই পাত্রের মা হঠাৎ নিখোঁজ হয়ে যান। আট দিন আগে ঘটে যাওয়া এই ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায় যখন পুলিশ নিখোঁজ মহিলাকে খুঁজে পায়। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে, তখন গল্পে এক নতুন মোড় আসে।
আরও পড়ুনঃ অর্ধশতরান ফসকালেও ফসকালো না ম্যাচ, সুন্দরের লড়াইতেই অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ভারত
পুরো ঘটনাটি ঘটেছে উজ্জয়িনীর বাদনগরে। সূত্রের খবর, দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চলাকালীন, হবু শ্বশুর এবং শাশুড়ির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফলে সিদ্ধান্ত নেন, তাদের সন্তানদের বিয়ে দেওয়ার আগেই, কনের বাবার মেয়ের হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে যান। উন্তবাসার ৪৫ বছর বয়সী এক মহিলা আট দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন এবং অন্যান্য স্থানে তাকে খুঁজে বের করার পর, মহিলার ছেলে বারনগর থানায় একটি নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করে। পুলিশ তদন্ত করে বৃহস্পতিবার মহিলাকে থানায় নিয়ে আসে। পুলিশ যখন মহিলাকে তাদের না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, তখন তিনি তাদের পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলেন। এরপর যা মহিলা জানান তা শুনে পুলিশও অবাক হয়ে যায়।
চোখ কপালে পুলিশের
পুলিশ জানতে পারে যে মহিলার বড় ছেলের বিয়ে চিকলির ৫০ বছর বয়সী এক কৃষকের মেয়ের সাথে ঠিক করা হয়েছে। বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং বাগদানের প্রস্তুতি চলছিল। এই সময়ের মধ্যে, বরের মা কনের বাবার সাথে প্রেম শুরু করেন। বাগদান অনুষ্ঠানের আগে, মহিলা তার ছেলের হবু শ্বশুরের প্রেমে পাগল হয়ে তার স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। দুজনেই প্রায় আট দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।












