সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে থাকেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। যারা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি (LPG Cylinder Subsidy) পান, তাদের জন্য এবার বড় নির্দেশিকা সামনে আসলো। জানা যাচ্ছে, এবার রান্নার গ্যাসের ভর্তুকি বা সাবসিডি পেতে হলে একটি কাজ অবশ্যই করতে হবে।
এই কাজ না করলে ঢুকবে না ভর্তুকির টাকা
সম্প্রতি দেশের তেল বিপণন সংস্থাগুলি ডোমেস্টিক কিংবা গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের ভর্তুকির ক্ষেত্রে ই-কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। যদি কেউ ই-কেওয়াইসি না করে, তাহলে এবার থেকে সে আর কোনওভাবেই ভর্তুকির টাকা পাবে না। উল্লেখ্য, প্রতি বছর গ্রাহকদের অনলাইনের মাধ্যমে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন করতে হয় এই ভর্তুকি পাওয়ার জন্য।
ইন্ডিয়ান ওয়েল থেকে শুরু করে ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ সমস্ত তেল বিপণন সংস্থাগুলির মোবাইল অ্যাপ থেকে এবার ই-কেওয়াইসি আপডেট করার অনুরোধ করেছে। কোম্পানির অফিসিয়াল অ্যাপ থেকে গ্রাহকরা খুব সহজেই ই-কেওয়াইসি করে নিতে পারবে। এছাড়া যারা অনলাইনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা স্থানীয় কোনও গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে কিংবা যিনি রান্নার গ্যাস ডেলিভারি করেন তার কাছে থাকা ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি করে নিতে পারবেন। বলে রাখি, ই-কেওয়াইসি করতে কোনওরকম টাকা লাগে না।
আরও পড়ুনঃ তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিকের! SIR-কে দায়ী করল পরিবার
৩১ মার্চের মধ্যেই করুন ই-কেওয়াইসি
যেমনটা জানা যাচ্ছে, যদি ৩১ মার্চের আগে ই-কেওয়াইসি করেন, তাহলে ভর্তুকির টাকা রিফান্ড দেওয়া হবে। আর যদি ৩১ মার্চের মধ্যে ই-কেওয়াইসি আপডেট না করেন, তাহলে ভর্তুকি ক্যান্সেল হয়ে যাবে আর কোনওরকম টাকা ঢুকবে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে রান্নার গ্যাস পেতে কোনওরকম সমস্যা হবে না। শুধুমাত্র সাবসিডির টাকাটাই ঢুকবে না।
বলাবাহুল্য, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছে ভর্তুকি দেওয়া হয়। আর প্রতি বছর সর্বাধিক নয়টি সিলিন্ডারে ভর্তুকি মেলে। যদি কারোর ই-কেওয়াইসি না করা থাকে, তাহলে এবার থেকে অষ্টম ও নবম সিলিন্ডারের ভর্তুকের টাকা আটকে যাবে। তাই সময়সীমার মধ্যে অবশ্যই সেরে ফেলুন ই-কেওয়াইসি।












