সৌভিক মুখার্জী, কলকাতা: অবসর জীবনে পেনশনই (Pension) হাতিয়ার হয়ে দাঁড়ায়। তবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সম্প্রতি পেনশনভোগীদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, পেনশনভোগীরা যদি একটি ডকুমেন্ট জমা না দেয়, তাহলে এবার থেকে আর পাবে না পেনশন। জানতে আগ্রহী হলে অবশ্যই চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।
এই ডকুমেন্ট না দিলে মিলবে না পেনশন
কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, বছরে একবার করে অন্তত পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। না দিলেই পেনশন বন্ধ হয়ে যাবে। এমনকি সরকার এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াটি এখন আরও সহজ করে তুলেছে। হ্যাঁ, লাইফ সার্টিফিকেট এখন অনলাইন বা অফলাইন, উভয় পদ্ধতিতে জমা দেওয়া যাবে। ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বিশেষ করে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।
৩০ নভেম্বরের মধ্যেই দিতে হবে জমা
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আওতায় থাকা পেনশনভোগীদের ১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে, যাতে পেনশন বন্ধ না হয়। এমনকি ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। তবে যদি তারা ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের পেনশন বন্ধ হয়ে যাবে।
কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?
যারা অনলাইনে আবেদন করতে চান, তারা খুব সহজেই করতে পারবেন। এর জন্য UMANG অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং পেনশন অ্যাকাউন্টের সমস্ত তথ্য ইনপুট করতে হবে। তারপর বায়োমেট্রিক যাচাই করে নিতে হবে। আর যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে লাইফ সার্টিফিকেট তৈরি হবে এবং ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।
আরও পড়ুনঃ আগামী দুই-তিনদের মধ্যে আরও কমবে তাপমাত্রা, শীত নিয়ে বড় আপডেট
এদিকে যদি কেউ অনলাইনে সমস্যা বোধ করে, তাহলে অফলাইনেও তা দেওয়া হবে। এর জন্য আপনাকে নিকটবর্তী কোনও ব্যাঙ্কের শাখা বা ডাকঘর কিংবা সাধারণ পরিষেবা কেন্দ্রে যেতে হবে। আর যদি পেনশনভোগী অসুস্থ হয়, তাহলে তাদের বাড়ির লোকজন গিয়ে এই লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসতে পারবে।












