ট্রেনের টিকিট বুকিংয়ে দালালদের রমরমা আর নয়, ১ জুলাই থেকে বিরাট পরিবর্তন আনছে রেল

Published on:

train ticket

সহেলি মিত্র, কলকাতা: টিকিট (Train Ticket) বুকিং-এর নিয়মে ফের একবার বড়সড় বদল ঘটাল ভারতীয় রেল। এবার OTP ছাড়া মোটেও ট্রেনের টিকিট বুক করা সম্ভব হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। আপনি যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণ করা পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

OTP ছাড়া হবে না ট্রেনের টিকিট বুকিং

রেল সূত্রে খবর, রেলওয়ে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন এনেছে। সাধারণ যাত্রীদের সুবিধা প্রদান এবং টিকিট দালালদের রমরমা শেষ করতে রেলওয়ে তৎকাল প্রকল্পের অধীনে টিকিট বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করেছে। এই পরিবর্তনগুলি ১ জুলাই থেকে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নির্দেশ অনুসারে, ১ জুলাই, ২০২৫ থেকে, কেবলমাত্র সেই যাত্রীরা যাদের আধার কার্ড যাচাই করা হয়েছে তারা তৎকাল টিকিট বুক করতে পারবেন।

এই সুবিধাটি শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। দ্বিতীয়ত, ১৫ জুলাই, ২০২৫ থেকে, বুকিংয়ের সময় আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এরপর সেই ওটিপি যাচাইয়ের পরই টিকিট বুকিং করা সম্ভব হবে। রেলওয়ের কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময়ও এই সুবিধা পাওয়া যাবে। সিস্টেম জেনারেটেড ওটিপি মোবাইল নম্বরে পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের পরই টিকিট ইস্যু করা হবে। এই সিস্টেমটিও ১৫ জুলাই, ২০২৫ থেকে কার্যকর করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ AC ব্যবহারে নির্দিষ্ট তাপমাত্রা নির্ধারিত করতে চলেছে কেন্দ্র সরকার

বড় পদক্ষেপ রেলের

রেলওয়ের অনুমোদিত এজেন্টরা তৎকাল টিকিট বুকিংয়ের প্রথম ৩০ মিনিটের জন্য টিকিট বুক করতে পারবেন না। এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের সময় সকাল ১০টা থেকে শুরু হয়, তবে এজেন্টরা সকাল ১০:৩০ পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। নন-এসি ক্লাসের জন্য, এই নিষেধাজ্ঞা সকাল ১১:০০ টা থেকে সকাল ১১:৩০ টা পর্যন্ত প্রযোজ্য হবে। এলাহাবাদ বিভাগের পিআরও অমিত সিং জানিয়েছেন যে গত মাসে প্রায় আড়াই কোটি সন্দেহজনক আইআরসিটিসি আইডি ব্লক করা হয়েছে। এই নতুন নিয়ম যাত্রীদের তৎকাল টিকিট বুকিংয়ে সহায়তা করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group