প্রীতি পোদ্দার, চণ্ডীগড়: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেষ মুহূর্তে তাই চলছে জোর কদমে প্রস্তুতি। একের পর এক জনসভায়, প্রচারপর্ব থেকে পিছুপা হচ্ছে না বিজেপি, আপ এবং কংগ্রেস কেউই। ভোটের মহাযুদ্ধের আগে এ যেন এক ত্রিমুখী লড়াই। কিন্তু এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস এবং আপ কে হারিয়ে জয়লাভ করল গেরুয়া শিবির। চারিদিকে যেন জয়ের হাসির রোল পড়ে গেল।
নির্বাচন হয় শীর্ষ আদালতের নজরদারিতে
আসলে প্রতিবছরের ন্যয় এই বছরও চণ্ডীগড়ে ছিল মেয়র নির্বাচন। এক বছর আগে এই নির্বাচনকে ঘিরে জাতীয় রাজনীতির ইস্যু হয়ে উঠেছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্টকে। সম্প্রতি, পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায়ের ভিত্তিতে বদল হয়েছিল নির্বাচনের দিনক্ষণ। আগের বারের মতো এবারও চণ্ডীগড় মেয়র নির্বাচনের জন্য জোট বেঁধেছিল আপ-কংগ্রেস। গোপন ব্যালটে ভোটগ্রহণ হয় ৩৫ কাউন্সিলর এবং স্থানীয় সাংসদের। এই গোটা ভোটপ্রক্রিয়ায় নজর রেখেছিল শীর্ষ আদালত। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বড় জয় বিজেপির
এবার চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে বড় জয় হাসিল করল বিজেপি গোষ্ঠী। চলতি বছর চণ্ডীগড়ের মেয়র পদে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল হরপ্রীত কৌর বাবলা। বিপক্ষে ছিলেন আপের প্রার্থী প্রেমলতা। ১৯ ভোটে বিরোধী জোটকে হারিয়ে চণ্ডীগড় মেয়র নির্বাচনে জয়ী হলেন হরপ্রীত কৌর বাবলা। গত বছরের ধাক্কার পর মেয়র পদের জন্য মহিলা মুখ তুলে আনে পদ্ম শিবির। স্থানীয় বিজেপি নেত্রী হরপ্রীত কর বাবলাকে মেয়র পদের জন্য মনোনীত প্রার্থী হিসাবে দাঁড় করায় তাঁরা। থেমে থাকেনি আপ-কংগ্রেস জোটও। ভোট টানতে মহিলা মুখেই ঝোঁক দেখায় তাঁরাও। এদিকে ৩৫ আসনের চণ্ডীগড় পুরনিগমে বিজেপির দখলে ছিল ১৬টি আসন। আপের দখলে ছিল ১৩টি আসন এবং কংগ্রেসের দখলে ছিল ৬টি আসন।
আরও পড়ুনঃ এবার বাতিল হবে স্বাস্থ্যসাথী প্রকল্প? মামলা হতেই বড় রায় দিল হাইকোর্ট
যেহেতু ভোটের আগে আগে কংগ্রেসের এক কাউন্সিলর যোগ দিয়েছিল বিজেপিতে। তাই বিজেপির কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭। তাতেও ভোটে জেতার কথা ছিল আপ-কংগ্রেস জোটেরই। কারণ ওই এক কাউন্সিলরকে বাদ দিলেও ১৯টি ভোট পাওয়ার কথা ছিল আপ-কংগ্রেসের। এদিকে এই নির্বাচনে বিজেপির দখলে পাওয়ার কথা ছিল ১৭ টি ভোট। কারণ চণ্ডীগড়ের সাংসদও কংগ্রেসের মণীশ তিওয়ারি। কিন্তু নির্বাচনের শেষে ভোটের ফলাফল সম্পূর্ণ উল্টো হল। বিজেপি পেল ১৯টি ভোট। যার ফলে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এক বড় ধাক্কা খেল আপ এবং কংগ্রেস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |