বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত। মিচেল মার্শদের রানের পাহাড় দেখে প্রথমে মনে হয়েছিল, আজও বোধহয় ব্যর্থতার বৃত্ত বাড়াতে পারে টিম ইন্ডিয়া। তবে আজকের দিনটা যে ভারতেরই ছিল, ব্যাট হাতে সেটা বুঝিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর। অর্ধশতরান থেকে এক রান পিছিয়ে থাকলেন ঠিকই, তবে জিতেশ শর্মার সাথে জুটি বেঁধে জাতীয় দলের জয়টা নিশ্চিত করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার (India Beats Australia)। যার জেরে চলতি সিরিজে সমতায় ফিরল সূর্যদের দল।
কঠিন লড়াই করে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
রবিবার, প্রথমে ব্যাট করতে নেমে 187 রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে শুরুটা অবশ্য খুব একটা আহামরি হয়নি টিম ইন্ডিয়ার। আজ মাঠে নেমে 15 রানের বেশি করতে পারলেন না সহ অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে অভিষেক শর্মাকেও 25 রানেই সন্তুষ্ট থাকতে হল। পরে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে কামাল দেখানোর সুযোগ ছিল অধিনায়ক সূর্যকুমারের হাতে। তবে প্রতিপক্ষের বোলিং আক্রমণ থামিয়ে দেয় তাঁকেও। এদিন 11 বলে 24 রান করেই মাঠ ছাড়েন সূর্য।
রবিবার ভারতের ইনিংস যত এগিয়েছে উত্তেজনাটা ততই চাগার দিয়ে বসে ছিল সমর্থকদের মনে। যদিও সেখান থেকে জাতীয় দলকে জেতাতে লড়াই করেছিলেন তিলক বর্মা, অক্ষর প্যাটেলেরা। তবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ তাদের খুব একটা বেশি সময় মাঠে টিকতে দেয়নি। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। 6 নম্বরে ব্যাট করতে নেমে সেই চাপ কাঁধে তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। সেখান থেকেই অস্ট্রেলিয়ানদের বাউন্ডারি, ওভার বাউন্ডারি দেখিয়ে মাত্র 23 বলে 49 রানের অপরাজিত ইনিংস খেললেন সুন্দর। তবে দুঃখের বিষয় এদিন 1 রানের জন্য অর্ধশতরান হল না তাঁর। তবে হাফ সেঞ্চুরি ফসকালেও ম্যাচ ফসকালো না ভারতের।
অবশ্যই পড়ুন: বছর শেষে অনেকটাই বাড়তে পারে স্মার্টফোনের দাম!
রবিবার, জিতেশ শর্মার সাথে জুটি বেঁধে ধীরে ধীরে ম্যাচের হাল নিজেদের দিকে ফেরাচ্ছিলেন ওয়াশিংটন। ভারতীয় তারকার বিচক্ষণ ক্রিকেট দেখে বোঝা গিয়েছিল ম্যাচের ভবিষ্যৎ। নির্ধারিত সময় শেষে সেটাই হল। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড়ের বদলা, তৃতীয় দিনে তুলে নিল ভারতীয় দল। বলা বাহুল্য, 5 উইকেটে টিম ইন্ডিয়ার জয়ের ম্যাচে অপরাজিত থেকে জিতের শর্মাও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আজ তাঁর ব্যাট থেকে ম্যাচজয়ী 22 রান পেয়েছে দল।












