অর্শদীপদের আক্রমণ সত্ত্বেও রানের পাহাড় অস্ট্রেলিয়ার, জিততে ভারতকে করতে হবে ১৮৭

Published:

India Vs Australia T20 Series 3rd match update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেষ্টা করেও থামানো গেল না অস্ট্রেলিয়াকে। কুড়ি ওভারের সিরিজের তৃতীয় ম্যাচে (India Vs Australia) প্রথমে ব্যাট করতে নেমে বড় ইনিংস খাড়া করে ফেলল মিচেল মার্শের দল। ভারতের বোলিং আক্রমণ খেলার শুরুর দিকে জাদু দেখালেও মাঝে অজিদের ব্যাটিংয়ের সামনে বেশ কয়েকবার হামাগুড়ি দিয়েছে। আর সেই সুযোগ নিয়ে রানের ফুলঝুড়ি তোলে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার এড়াতে ভারতকে করতে হবে 187।

সুযোগ পেয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষমতা দেখালেন অর্শদীপ

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদবের ভারত। সেই সূত্রে ব্যাট করতে নেমেই আগুন ঝরানোর স্বপ্ন দেখেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম থেকেই অর্শদীপ এবং বরুণ চক্রবর্তীর মেলবন্ধন অস্ট্রেলিয়ার শুরুটা বেঁধে দেয়। দুই ভারতীয় তারকার বলে উইকেট হারান ট্র্যাভিস হেড এবং অধিনায়ক মিচেল মার্শ। 1 রানে উইকেট হারিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক জশ ইংলিশও।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের ক্রমাগত আক্রমণের মাঝে নিজের ব্যাটের জাদু দেখিয়েছিলেন অজি তারকা টিম ডেভিড। এদিন একেবারে ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে দলকে অনেকটাই এগিয়ে নিয়ে আসেন তিনি। বলা বাহুল্য, রবিবার 38 বলে 74 রান করে শিবম দুবের বলে উইকেট হারান ডেভিড। কিন্তু তাতেও হার মানেনি অস্ট্রেলিয়া। মাঝে মিচেল ওয়েন শূন্যতে ফিরলেও দলের হয়ে 64 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্কাস স্টইনিস। তাঁর সাথে জুটি বেঁধেছিলেন ম্যাট শার্ট। তাঁর ব্যাট থেকেও এসেছিল 26 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেই সূত্রেই শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 186 রান তোলে অস্ট্রেলিয়া।

অবশ্যই পড়ুন: খাবারে সাপ, টিকটিকি! বাংলায় মিড ডে মিলে ১০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ

না বললেই নয়, এদিন অস্ট্রেলিয়াকে রুখে দিতে একেবারে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন ভারতীয় বোলাররা। তবে দুঃখের বিষয়, আজ 4 ওভার বল করেও খাতা খুলতে পারেননি জসপ্রীত বুমরাহ। অন্যদিকে অক্ষর প্যাটেল এবং অভিষেক শর্মার খাতাতেও ওঠেনি কোনও উইকেট। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অর্শদীপ। তাঁর হাতে 3 উইকেট পেয়েছে ভারত। একই সাথে যথাক্রমে 2টি এবং 1টি উইকেট ভেঙেছেন বরুণ ও শিবম। এখন দেখার, নির্ধারিত 20 ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ করে 187 রানের লক্ষ্য অভিষেক শর্মারা পূরণ করতে পারেন কিনা!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join