ISL-এ মাঠ কাঁপিয়ে এবার বড় স্বীকৃতি পেলেন মোহনবাগান তারকা

Published on:

Mohun Bagan footballer included in EA Sports FC 25

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য ফুটবল খেলে জোড়া সাফল্য পায় মোহনবাগান সুপার জায়ান্ট। টানা দ্বিতীয়বার লিগশিল্ড জয়ের পাশাপাশি ISL কাপ ঘরে তুলে ভারত সেরা হয়ে ওঠতেই নানান সাফল্যে নাম জড়িয়েছে সবুজ মেরুনের ছেলেদের। এবার সেই সূত্র ধরেই, দুরন্ত সাফল্যকে সঙ্গে নিয়ে মর্যাদাপূর্ণ ইএ স্পোর্টস এফসি 25-এ নাম উঠল বাগান তারকার (Mohun Bagan Footballer)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

EA Sports FC-তে রেটিং পেলেন বাগান প্লেয়ার

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই নিজের দুরন্ত পারফরমেন্সকে সঙ্গী করেই মর্যাদাপূর্ণ EA Sports FC-তে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহনবাগানের বহু যুদ্ধ জয়ের কারিগর আলবার্তো রদ্রিগেজকে। জানা যাচ্ছে, গত মরসুমে সবুজ মেরুন তারকার দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে তাঁকে 91 রেটিং সহ অবশিষ্ট বিশ্ব দলে জায়গা দেওয়া হয়েছে।

বাগানের হয়ে রদ্রিগেজের পারফরমেন্স

মোহনবাগানের হয়ে মাঠ কাঁপানো এই স্প্যানিশ সেন্টার ব্যাক তাঁর প্রথম ইন্ডিয়ান সুপার লিগ সিজনে দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন। নিজের অসামান্য ফুটবল দক্ষতা ও দৃঢ়তা দেখিয়ে মাঠে দাপট ধরে রেখেছিলেন রদ্রিগেজ। মূলত সবুজ মেরুনের রক্ষণভাগের অন্যতম মেরুদন্ড হয়ে ওঠার পাশাপাশি সেটপিস আক্রমণেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন এই আলবার্তো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গত মরসুমে 5টি গোল ও একটি অ্যাসিস্ট গোল নিয়েই যাত্রা শেষ করেছিলেন তিনি। পাশাপাশি দলের হয়ে 14টি গোল অক্ষত রাখার কীর্তিতেও একেবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই বাগান প্লেয়ার। আর সেই কারণেই তাঁকে গত ISL-এ মোহনবাগানের দ্বিমুকুট জয়ের অন্যতম প্রধান কারিগর বলা হয়।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের ম্যাচে বিরাট অশান্তি! ময়দানে নামলেন সৌরভ গাঙ্গুলি

পারফরমেন্সের ভিত্তিতে রেটিং পেয়েছেন আলবার্তো

জানা যাচ্ছে, গত সিজনে দুরন্ত পারফরমেন্সের কারণে ফুটবল সিমুলেশন গেম EA Sports-এর তরফে প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন রদ্রিগেজ। মূলত রেটিংয়ের মাধ্যমে বাগানের ওই ফুটবলারের দক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, মূলত গতির জন্য 90 রেটিং পয়েন্ট, পাসিংয়ের জন্য 80 রেটিং পয়েন্ট, ড্রিবলের জন্য 80 রেটিং পয়েন্ট, রক্ষণভাগের জন্য 92 রেটিং পয়েন্ট, শুটিংয়ের জন্য 60 রেটিং পয়েন্ট ও শারীরিক গঠনের জন্য 92 রেটিং পয়েন্ট পেয়েছেন আলবার্তো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group