মোহনবাগানে দিন ফুরিয়ে এল মোলিনার! নতুন কোচ হিসেবে উঠে এল তিনজনের নাম

Published:

Mohun Bagan New Coach they shortlist 3 coach names
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের অন্দরে অশান্তি! গত সুপার কাপ ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে আটকে যাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে সবুজ মেরুন। আর তারপরই ভারতের সবচেয়ে বড় ফুটবল দল বাগান কোচের স্ট্র্যাটেজি নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। যদিও কোচ হোসে মোলিনা ম্যানেজমেন্টের ঘাড়ে ব্যর্থতার দায় চাপিয়ে বলেন, ‘ফুটবলার সই করানোর দায়িত্ব আমার নয়। ওই কাজটা ম্যানেজমেন্ট করে।’ আর এই ঘটনার পর থেকেই নাকি বাগান শিবিরে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে শোনা যাচ্ছে, মোলিনার বিকল্প কোচের পরিকল্পনা চলছে সবুজ মেরুন ব্রিগেডে। সূত্রের খবর, স্প্যানিশ কোচের বিকল্প হিসেবে তিনজন তারকা কোচের নামও নাকি শর্ট লিস্ট করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট (Mohun Bagan New Coach)।

মোহনবাগানের নজরে 3 কোচ!

ক্লাব সূত্রে যা খবর, কঠিন পরিস্থিতি এড়াতে মোলিনার বিকল্প ভেবে রাখা হচ্ছে। সূত্রের খবর, সবুজ মেরুনের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের সফল কোচ সার্জিও লোবেরা। মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে বহুবার সাফল্য পাইয়ে দিয়েছেন এই বিদেশী তারকা। ভারতীয় ফুটবলের DNA জানেন তিনি। মনে করা হচ্ছে, এই ব্যক্তিকেই মোলিনার বিকল্প হিসেবে জায়গা দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট।

যদিও সূত্রের খবর, ক্লাব ম্যানেজমেন্ট চায় গত ইন্ডিয়ান সুপার লিগ জেতানো কোচ মোলিনাকে আরও কিছুটা সময় দিতে। সাম্প্রতিক কিছু ম্যাচে কৌশলগত দিক থেকে বাগান কোচ পিছিয়ে পড়লেও আগামী দিনে ঠান্ডা মাথায় এইসব ভুলগুলো শুধরে নিক মোলিনা। তবে যদি শেষ পর্যন্ত নিজে থেকেই বাগানের দায়িত্ব ছেড়ে দেন স্প্যানিশ মহারথী, সেক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে, তাই আগেভাগেই বিকল্প খুঁজে রাখছে তারা। এ প্রসঙ্গে ক্লাবের এক কর্মকর্তা নাকি জানিয়েছেন, ‘মোলিনা বিগত দিনগুলিতে দলে একাধিক সাফল্য নিয়ে এসেছেন, সেটা ভুললে চলবে না। ও এখনও আমাদের কোচ। তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। তবে বিকল্প পরিকল্পনা থাকা জরুরী। কারণ সামনেই ISL।’

অবশ্যই পড়ুন: ‘ভোট পর্যন্ত আন্দোলন চালা, টাকা পাবি!’ অনিকেত মাহাতোর বিস্ফোরক ভিডিও ফাঁস

এছাড়া বাকি দুই কোচের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে ক্লাবের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন এর আগে ইন্ডিয়ান সুপার লিগে কোচিং করানোর যোগ্যতা অর্জন করেছে। অন্যজন নাকি দক্ষিণ আমেরিকার একটি বড় ক্লাবের সহকারি কোচ হিসেবে কাজ করছেন। তবে এই দুজনের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি। যদিও এসবের মাঝেই, মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ মনে করছেন, ‘মোলিনাতেই ভরসা রাখা জরুরী। এখন সময় খারাপ যাচ্ছে, তবে সাফল্য আসবে ঠিকই।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join