বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার মল্লানপুরের মাঠে আইয়ারের পাঞ্জাব কিংসকে উড়িয়ে ফাইনালের (RCB Vs PBKS Final) টিকিট নিশ্চিত করেছিল রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই সূত্র ধরেই, গত 17 বছরে মোট তিনবার রানার্স আপ হওয়া RCB-কে নিয়ে ফের স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করেছেন ভক্তরা।
মূলত কোহলি ভক্তদের অধিকাংশেরই দাবি, এ যাত্রায় বেঙ্গালুরু যে খেলা দেখাচ্ছে, তাতে পাঞ্জাবকে হারিয়ে কাপ নিশ্চিত হবে তাঁদেরই। অন্যদিকে আইয়ারের দুর্ধর্ষ পারফরমেন্স ও দল চালানোর প্রশংসনীয় দক্ষতা কিন্তু অন্য কথা বলছে। গত ম্যাচে মুম্বইয়ের মতো শক্তিশালী চ্যাম্পিয়ন দলকে কার্যত একার হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন আইয়ার।
আর এরপর থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার দৌঁড়ে আর কয়েকটা ধাপ পার করার অপেক্ষায় KKR প্রাক্তনী। এমতাবস্থায়, বেঙ্গালুরুর আক্রমণাত্মক ক্রিকেট ও আইয়ার সহ গোটা পাঞ্জাব টিমের আমরণ চেষ্টা দুই মিলে মঙ্গলবারের মেগা ফাইনাল শুরু হচ্ছে গরম মেজাজ নিয়েই। এখন দেখার, শেষ পর্যন্ত দুই শক্তিশালী দলের মহাযুদ্ধে জয়ের পতাকা উত্তোলন করে কারা!
ফাইনালের আগে একাদশে বদল আনবে RCB!
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাবের বিরুদ্ধে একেবারে অন্তিম যুদ্ধে সম্মান ও মর্যাদা দুইই বাঁচাতে একেবারে আটঘাট বেঁধে নামছেন বিরাট কোহলিরা। সেই সূত্রেই মনে করা হচ্ছে, আজকের ম্যাচে বেঙ্গালুরুর প্রথম একাদশে বেশ কিছু বদল আসতে পারে। মূলত উইনিং কম্বিনেশন বদলে নতুন প্লেয়ারদের জায়গা দিতে পারে RCB। সূত্র বলছে, মঙ্গলবার ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের বদলে একাদশে জায়গা হতে পারে অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান টিম ডেভিডের।
শোনা যাচ্ছে, দীর্ঘ চোট কাটিয়ে আপাতত তিনি ফিট। এছাড়াও আশা করা হচ্ছে, ফাইনালের মঞ্চে বেঙ্গালুরুর প্রথম একাদশে জায়গা করতে পারেন পেসার রাসিক সালাম দার। মনে করা হচ্ছে, পাঞ্জাবের বিরুদ্ধে শক্তি আরও কিছুটা বাড়াতে মায়াঙ্ক আগরওয়ালের বদলে মাঠে নামতে পারেন রাসিখ। বাকি কম্বিনেশন একই থাকবে বলেই খবর।
অবশ্যই পড়ুন: ভারত নাকি বাংলাদেশ, মাথাপিছু আয়ে আদতে এগিয়ে কে? পরিসংখ্যান দেখলে শিউরে উঠবেন
পাঞ্জাবের বিরুদ্ধে RCB-র সম্ভাব্য একাদশ
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), জিতের শর্মা (উইকেট কিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, ভুবেনশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড ও সুয়াশ শর্মা।
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন, মায়াঙ্ক আগরওয়াল/ রাসিক সালাম দার বা মোহিত রাঠি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |