বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio প্রতিবছরই তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়। তবে সেইসব প্ল্যানের মধ্যে সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদি প্ল্যানই নজরে থাকে গ্রাহকদের।
তাই আজকের প্রতিবেদনে রইল Jio-র সবচেয়ে সাশ্রয়ী 3টি রিচার্জ প্ল্যান, যার বৈধতা থাকবে অন্তত 84 দিন। শুধু তাই নয়, এই তিনটি দীর্ঘমেয়াদি প্ল্যানই (Unlimited Recharge Plan) পাওয়া যাবে হাজার টাকার মধ্যে। চলুন দেখে নিই।
প্রথম প্ল্যান
ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকায় সবচেয়ে সস্তা 84 দিনের আনলিমিটেড প্ল্যানগুলির মধ্যে অধিক জনপ্রিয় 799 টাকার রিচার্জ প্ল্যানটি। এই প্লান একবার রিচার্জ করে নিলে দীর্ঘ 84 দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 GB করে ডেটা, দৈনিক 100 SMS সহ JioHotstar সাবস্ক্রিপশনের মতো আরও একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।
দ্বিতীয় প্ল্যান
আম্বানি সংস্থা Jio তাদের সবচেয়ে সাশ্রয়ী দীর্ঘমেয়াদি প্ল্যানের তালিকায় 84 দিনের 859 টাকার প্ল্যানটি রেখেছে। এই প্ল্যানের দৌলতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2 GB করে ডেটা, দৈনিক 100 SMS সহ JioHotstar সাবস্ক্রিপশনের মতো বেশ কিছু লোভনীয় সুবিধা পাবেন। তাই সস্তায় দীর্ঘমেয়াদী প্ল্যান খোঁজ করে থাকলে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
অবশ্যই পড়ুন: ৫ টাকার Parle-G ২৪০০ টাকা! গাজায় পেঁয়াজের দাম জানলে পিলে চমকে যাবে! রইল তালিকা
তৃতীয় প্ল্যান
সবচেয়ে সস্তায় 84 দিনের আনলিমিটেড প্রিপেড প্ল্যানের তালিকায় তিন নম্বরে রয়েছে 889 টাকার রিচার্জ প্ল্যানটি। এই প্ল্যানে থাকছে 84 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড ফ্রি-কলিং, প্রতিদিন 1.5 GB করে ডেটা, দৈনিক 100 SMS, JioHotstar সাবস্ক্রিপশন সহ JioSaavan Pro সাবস্ক্রিপশনের সুবিধা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |