টক্কর দেবে Brezza, Grand Vitara-কে! সস্তায় নজরকাড়া ফিচার্সের SUV আনছে Maruti

Published on:

Maruti Escudo

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার SUV মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে, তাও স্টাইলে প্রিমিয়াম! হ্যাঁ, এবার বাজারে আসতে চলেছে মারুতি সুজুকির নয়া চমক! সূত্র বলছে, নতুন 5 সিটার SUV-র সম্ভাব্য নাম হতে পারে Maruti Escudo। যেহেতু মারুতি ইতিমধ্যেই এই নতুন নামের ট্রেডমার্ক দিয়ে দিয়েছে, তাই এমনটাই অনুমান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা যাচ্ছে, এই নতুন গাড়িটি মারুতির জনপ্রিয় মডেল Brezza ও Grand Vitara-র মাঝামাঝিতে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেবে। আর এদের মূল লক্ষ্য হুন্ডাই ক্রেটা ও কিয়া সেলটোসের মতো গাড়িগুলিকে সাশ্রয়ী নামে আরও টক্কর দেওয়া।

কোন গাড়ির জায়গায় কোনটি?

বলে রাখি, বর্তমানে সাশ্রয়ী সাব-কমপ্যাক্ট SUV-র মধ্যে অন্যতম Brezza! পাশাপাশি প্রিমিয়াম মিড-সাইজ SUV Grand Vitara। তবে নতুন SUV গাড়িটি হবে Brezza-র চেয়ে বড়, আবার Grand Vitara-র থেকে সস্তা। আর বিক্রি হবে মারুতির Arena ডিলারশিপের মাধ্যমেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ডিজাইন এবং ফিচার্সে দেবে চমক

যদিও গাড়িটির এখনো অফিসিয়াল কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, SUV Grand Vitara-র মতোই একেবারে হুবহু দেখতে হবে এই গাড়িটি। তবে কিছু প্রিমিয়াম ফিচার্স বাদ থাকতে পারে, যাতে দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। জানা যাচ্ছে, গাড়িটিতে থাকতে পারে বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস Android Auto ও Apple CarPlay, সানরুফ, ওয়ারলেস ফোন চার্জার এবং ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসের মতো সব ফিচার।

ইঞ্জিন এবং পারফর্রম্যান্সে আগুন ধরাবে

জানা গেল, নতুন SUV-তে থাকবে 1.5L ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা কিনা Brezza ও Grand Vitara গাড়িতেও দেওয়া রয়েছে। আর এই ইঞ্জিন 103 bhp পাওয়ার উৎপন্ন করবে। এমনকি 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ার বক্সের অপশন থাকছে গাড়িটিতে। 

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট ছাড়া বিনিয়োগের সেরা ১০ ঠিকানা, মিলবে ৯% এর বেশি সুদ

দাম কেমন হতে পারে?

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এই গাড়ির এক্স-শোরুম প্রাইস শুরু হতে পারে মাত্র 9 থেকে 10 লক্ষ টাকার মধ্যে। আর এই দাম Grand Vitara-র থেকে অনেকটাই সাশ্রয়ী। ফলে বিকল্প হিসাবে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেবে এবার এই SUV!

তবে সবথেকে বড় ব্যাপার, 2025 সালের উৎসবের সময়ই নতুন এই SUV গাড়িটি বাজারে আসতে পারে বলে বেশ কিছু রিপোর্ট দাবি করছে। অর্থাৎ, দুর্গাপূজা বা দীপাবলির আগেভাগেই এই গাড়ি হয়তো শোরুমে চলে আসতে পারে। এখন শুধুমাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group