শ্বেতা মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান ঘটিয়ে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। ফলে ঠান্ডায় নতুন করে জুবুথুবু অবস্থা বাংলার মানুষের। আপাতত বাংলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শীতের তীব্রতায় কাঁপছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাসিন্দারা।
এক কথায় সকলেই বেশ ভালো ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন। টানা উষ্ণ তাপমাত্রার পর শৈত্যপ্রবাহ ফিরে এসেছে। পশ্চিমী ঝঞ্ঝা সত্ত্বেও রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, যা শীতের প্রাথমিক তীব্রতা ফিরিয়ে আনছে। যাইহোক, আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তেও সেটার ব্যতিক্রম ঘটেনি। আজও জেলায় জেলায় শীত ও কুয়াশার তীব্রতা বজায় থাকবে বলে খবর। তাহলে জেনে নিন বাড়ি থেকে বেরোনোর আগে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কুয়াশাচ্ছন্ন সকাল আর উত্তুরে হাওয়ায় কাঁপুনি বইছে। তবে এই শৈত্যপ্রবাহ কতদিন চলবে তা নিশ্চিত নয় আজ ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৪ ডিগ্রির ঘরে থাকবে। এছাড়াও যে জেলাগুলিতে বেশি ঠান্ডা থাকবে সেগুলি হল পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে এই জেলাগুলি।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ঘন কুয়াশা ও ঠান্ডার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছেন মূলত ৪ জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক ছুটির দিন অর্থাৎ রবিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের নীচে। এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে।
আরও পড়ুনঃ ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি, চিনকে ঠেকাতে ফিলিপাইনের পর আরেক দেশ কিনবে ব্রহ্মোস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৮ জানুয়ারির পর ফের বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা আবার পূর্ণ শক্তি নিয়ে বাংলায় ঢুকে পড়বে। নতুন করে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাসের সম্ভাবনা নেই। এই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম ও উত্তরবঙ্গ উভয় অঞ্চলেই কুয়াশার প্রভাব ফেলছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, মাঘে শীতের তীব্রতা খুব একটা জোরালো হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |