দমদমে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩

Published:

Dumdum Rape Case
Follow

সৌভিক মুখার্জী, দমদম: দুর্গাপুর, এসএসকেএম-এর পর শহর কলকাতায় ফের ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ (Dumdum Rape Case) । টিউশন পড়তে যাওয়ার সময়ই ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ইতিমধ্যে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, ওই নাবালিকার সপ্তম শ্রেণীতে পড়ে। শনিবার সন্ধ্যাবেলা সে টিউশনের জন্য বের হয়। তবে রাস্তায় এক পরিচিত বন্ধুর সঙ্গে দেখা হয়। এরপর দু’জন মিলে স্থানীয় পার্কে বসেছিল। সেখানে তারা বেশ খানিকক্ষণ গল্প করে। তবে নাবালিকার পরিবার অভিযোগ করছে যে, পরবর্তীতে ওই যুবক জোর করে মেয়েটিকে টোটোতে তুলে এলাকার এক কলোনিতে নিয়ে যায়। আর এখানকার এক বস্তি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর ওই যুবকের আরও বন্ধুরা এসে হাজির হয়। তারপরেই চলে যৌন নির্যাতন। এমনকি তিন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে ওই নাবালিকাকে।

সূত্রের খবর, রাতে ছাড়া পেয়ে অসুস্থ অবস্থাতে বাড়ি ফেরে নাবালিকা। তারপর কাঁদতে কাঁদতে পরিবারের সঙ্গে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে পড়ে পুলিশ। তারপর দমদম থানা এলাকায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ এবং অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ খাবারে সাপ, টিকটিকি! বাংলায় মিড ডে মিলে ১০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ

প্রসঙ্গত, বীরভূমেও এরকম এক ঘটনা ঘটেছে। সেখানে এক নাবালিকা টিউশন পড়তে যাচ্ছিল। তবে তাকেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর সবথেকে বড় ব্যাপার, যে ধর্ষণ করেছে সেও এক নাবালক। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুর গণধর্ষণের কান্ড নিয়ে তো এখনও পর্যন্ত তোলপাড়ার রাজ্য-রাজনীতি। এদিকে এসএসকেএম হাসপাতালে সম্প্রতি এক রোগীর মেয়েকেই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তারই মধ্যে ঘটে গেল ফের এক গণধর্ষণ।

আরওDum Dum
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join