বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর! বন্ধ হচ্ছে একাধিক পোস্ট অফিস! জানা যাচ্ছে, একসঙ্গে অসংখ্য পোস্ট অফিসকে নিকটবর্তী ডাকঘরের (India Post) সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারতীয় ডাক বিভাগের। এখনও পর্যন্ত যা খবর, সেই তালিকায় রয়েছে কলকাতা সহ শহরতলীর একাধিক পোস্ট অফিস।
বন্ধ হতে পারে কলকাতা ও শহরতলীর একাধিক পোস্ট অফিস!
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কলকাতা সহ শহরতলীর একাধিক পোস্ট অফিসগুলিকে তার নিকটবর্তী ডাক ঘরের সাথে যুক্ত করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। রিপোর্ট অনুযায়ী, সেই তালিকায় থাকতে পারে কাস্টমস হাউস, সোনাই, তারাতলা রোড, সাধনা ঔষধালয়, ওয়াটগঞ্জ, বোসপুকুর রোড, কেসি মিলস, তিলজলা বাজার।
এছাড়াও তালিকায় থাকবে পার্ক সার্কাস, ঝাউতলা, জোড়ামন্দির, রাজাবাগান, পিএসডি, বারাকপুর বাজার, দক্ষিণ বেলঘড়িয়া সহ আরও বেশ কিছু ডাকঘর। সূত্র বলছে, মূলত আলাদা আলাদা ভাবে পোস্ট অফিস গুলি পরিচালনার জন্য যে ব্যয় হতো তা কমাতেই নিকটবর্তী ডাকঘরের সাথে পোস্ট অফিসগুলিকে মিশিয়ে দিতে চাইছে ভারতীয় ডাক বিভাগ।
অবশ্যই পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৭.৮০% সুদ, বিনিয়োগের সেরা ঠিকানা এই ব্যাঙ্ক
প্রতিবাদ জানাচ্ছেন কর্মীরা
জানা যাচ্ছে, ভারতীয় ডাক বিভাগের এমন পদক্ষেপের পর বড় পর্যায়ে প্রতিবাদ সংঘটিত হতে পারে! বেশ কয়েকটি সংবাদ সুত্র অনুযায়ী, পোস্ট অফিসগুলিকে ডাকঘরের সাথে যুক্ত করার বিষয়ে একেবারেই খুশি নন কর্মীরা। তাঁদের অধিকাংশেরই বক্তব্য, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সাব পোস্ট অফিসগুলিকে অন্য পোস্ট অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে । অর্থাৎ এতে ডাকঘরের সংখ্যা কমে আসবে। আমরা এই ধরনের সংকোচনের বিরোধী।
কারণ হিসেবে কর্মীদের একাংশ জানিয়েছে, ভারতীয় ডাক বিভাগের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হলে গ্রাহক স্বার্থ বিঘ্নিত হতে পারে। কর্মীদের বক্তব্য, যদি প্রশাসনিক প্রয়োজনে ডাকঘরগুলি বন্ধ করে দিতেই হয় তবে, শহর ও শহরতলীর যেসব জায়গায় পোস্ট অফিস নেই সেসব জায়গায় নতুন করে পোস্ট অফিস করা হোক অথবা এগুলিকেই স্থানান্তরিত করা হোক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |