শিয়ালদা লাইনে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন সময়সূচী ও দিনক্ষণ

Published on:

Sealdah South Division

প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রীদের ভিড়ের চাপে অতিষ্ঠ রেল কর্তৃপক্ষ। তাই এবার ভিড় সামলাতে ময়দানে নামল শিয়ালদা ডিভিশন (Sealdah South Division)। যাত্রীদের ভিড় সামলাতে শিয়ালদার দক্ষিণ শাখায় নতুন ট্রেন চালাবে রেল! বালিগঞ্জ-নামখানা ও বালিগঞ্জ-ক‌্যানিং শাখায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। আগামী ৫ জুন থেকে নয়া সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল অর্থাৎ সোমবার পূর্ব রেলের তরফে বালিগঞ্জ-নামখানা এবং বালিগঞ্জ-ক্যানিং শাখায় পাঁচটি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদা দক্ষিণ শাখায় স্পেশাল লোকাল ট্রেন | Special Trains in Sealdah South Division

রেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ‌্যা ৬টা ৩৫ মিনিটে সোনারপুর থেকে নামখানা স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে। এবং রাত ৮ টা ৪২ মিনিটে নামখানায় পৌঁছাবে। এরপর ভোর ৫টা ১২ মিনিটে নামখানা থেকে বালিগঞ্জের ট্রেন ছাড়বে। আর বালিগঞ্জে পৌঁছাবে সকাল ৭ টা ২৭ মিনিটে। এরপর সকাল ৮টা ৪ মিনটে বালিগঞ্জ থেকে ক‌্যানিংয়ের জন‌্য ছাড়বে ট্রেন। এবং ট্রেনটি ক্যানিং এ পৌঁছবে সকাল ৯ টা ১১ মিনিটে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে সেই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেমু ট্রেনকে EMU পরিষেবা দেওয়ার দাবি!

এরপর সকাল ৯টা ৪০ মিনিটে ক‌্যানিং থেকে স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে বালিগঞ্জের উদ্দেশে। যেটি বালিগঞ্জে পৌঁছবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। অন্যদিকে বালিগঞ্জ থেকে সোনারপুর পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন যাবে সকাল ১১টা ২৫ মিনিটে। এবং এই ট্রেন সোনারপুরে ঢুকবে সকাল ১১ টা ৪৬ মিনিটে। তবে রেলের তরফে জানানো হয়নি যে সপ্তাহে প্রতিদিন সেই পাঁচটি লোকাল ট্রেন চলবে কিনা। এছাড়াও শিয়ালদা, কলকাতা ও লালগোলার মধ্যে চলাচলকারী ১১টি মেমু ট্রেনকে ইএমইউ পরিষেবায় রূপান্তরিত করার কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। জানা গিয়েছে আগামী ৪ জুন থেকে ইএমইউ পরিষেবা কার্যকর করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ট্রেন স্তব্ধের হুমকি যাত্রীদের

কিন্তু শিয়ালদা দক্ষিণী শাখায় অত্যাধিক ৫ টি ট্রেন ঘোষণার পর গর্জে ওঠেন লালগোলা ট্রেনের নিত্যযাত্রীরা। আসলে নিত্যদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল মেমু ট্রেনে শৌচালয় থাকলেও ইএমইউতে শৌচালয় না থাকায় সমস‌্যা তৈরি হয়েছে। তাই শীঘ্রই শৌচালয় বানানোর ক্ষেত্রে তাড়া দেওয়া হয়। এদিকে রেলের দাবি, লালগেলার পরিবর্তিত রেকগুলি কৃষ্ণনগর গিয়ে আধঘণ্টা দাঁড়াবে। যাতে মানুষজন স্টেশনের শৌচালয় ব‌্যবহার করে ফের ট্রেন ধরতে পারেন। তবে এই প্রস্তাব মানতে চাননি যাত্রীরা। সেই কারণে লালগোলা ট্রেন স্তব্ধ করার হুমকি দেয় যাত্রীরা।

আরও পড়ুন: শিয়ালদা লাইনে ঘুরে বেড়াচ্ছিল ওরা দুজন! RPF ধরতেই বিরাট কুকীর্তি ফাঁস

আর এই আবহে ফের হকার উচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। জানা গিয়েছে আগামী ১০ জুন হাওড়া স্টেশনে চত্বর থেকে হকার উচ্ছেদ করবে রেল কর্তৃপক্ষ। আসলে স্টেশন চত্বরে হকারদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ব্যস্ততার মাঝে যাত্রীদের যাতায়াত করতে প্রচন্ড সমস্যার মুখে পড়তে হয়। তাই যাত্রীস্বার্থে এই উচ্ছেদ জরুরি বলে জানিয়েছে রেল। রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের প্রবেশ ও বেরেনোর গেটের সামনে এই হকারদের জন‌্য যাত্রী চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে এই উচ্ছেদ জরুরি হয়ে পড়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group