প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩০ মে এসএসসি (SSC) শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আর এই আবহেই এবার সুপ্রিম কোর্টের বিধি না মেনে বিজ্ঞপ্তি জারি করার অভিযোগে এবার চার স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠালো এক আইনজীবী।
কী লেখা ছিল নোটিসে?
সেই আদালত অবমাননার নোটিসে উল্লেখ করা হয়েছে যে, “নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশানুসারে অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি সময়ের মধ্যে এখনও OMR প্রকাশ করা হয়নি, ‘যোগ্য’দের পাশাপাশি ‘অযোগ্য’দেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।” এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে উঠে এসেছে ২০২৫ সালের বিধি অনুযায়ী, অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাওয়ার নিয়মটি। যেটি কিনা সুপ্রিম-নির্দেশের অবমাননা করে। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গের উল্লেখ করা হয়েছে।
কী বলছেন ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক?
এদিকে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় গত ৩০ মে এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা মেনে হয়নি বলে অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থী, আইনজীবীদের একাংশ। তাই ওই একই দিনে অর্থাৎ মঙ্গলবার তা নিয়ে হাই কোর্টে আরও একটি মামলা করা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “নতুন পরীক্ষা ব্যবস্থায় SSC-16 প্যানেলের যারা ওয়েটিং, যাদের বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হল তারা যদি বিশেষ সুযোগ না পায় তাহলে তাদের প্রতি অবিচার হবে।”
আরও পড়ুন: গরমের ছুটির পর এবার মর্নিং স্কুল? চিঠি গেল প্রাথমিক শিক্ষা পর্ষদে
এছাড়াও কিংকর অধিকারী আরও জানিয়েছেন যে, “দীর্ঘদিন রাস্তায় পড়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে যোগ্য বঞ্চিতদের নিয়োগের দাবিতে যে আন্দোলন করা হচ্ছিল, তারা কি পেল? তাই আমরা পুনরায় দাবী করছি, নতুন করে পরীক্ষা নয়, রি-প্যানেল করে অযোগ্যদের বাতিল করে যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মী এবং বঞ্চিত যোগ্য ওয়েটিংদের নিয়োগ দিয়ে এই প্যানেল বাঁচানো। কিন্তু রাজ্য সরকার কেবল অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তাই এর ফলাফল খুব একটা ভালো হবে না।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |