যেতে পারে চাকরি! শিক্ষকদের জন্য নয়া ‘ফরমান’ জারি শিক্ষা দফতরের

Published on:

Bridge Course

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স (Bridge Course)। কিছুদিন আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফে এই কোর্সের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তার আগে কম বিতর্ক হয়নি এই কোর্স নিয়ে। পরিস্থিতি এমনই হয়েছিল যে এই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরে যদিও মামলার রায় দেওয়া হয় NCTE-র পক্ষে। আর এই আবহে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে বাধ্য হয়েই শিক্ষকদের ব্রিজ কোর্স করার নির্দেশিকা পাঠানো হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নোটিসে কী বলা হয়েছে?

গতকাল অর্থাৎ ৫ জুন রাজ্যের শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, প্রাইমারি স্কুলের যাঁরা শিক্ষক তাঁদেরকে অবশ্যই ছ’মাসের ‘ব্রিজ কোর্স’ (Bridge Course) করতেই হবে। অর্থাৎ ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ সালের নভেম্বর মাসের মধ্যে প্রাথমিক শিক্ষাস্তরে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের জন্যই এই বিজ্ঞপ্তি। এর আগে এপ্রিলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফে বলা হয়েছিল, রাজ্যের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের সমস্ত স্কুলের ইন-সার্ভিস বিএড ডিগ্রি প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের এই কোর্স করতেই হবে।

কোর্স না করলে চাকরি হারাবেন শিক্ষকরা

কিন্তু কিছু রাজ্যে এই নির্দেশ শুরু করলেও পশ্চিমবঙ্গে এত দিন এই নির্দেশ জারি হয়নি। শেষ পর্যন্ত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যে প্রায় ছয় থেকে সাত হাজার এমন শিক্ষক রয়েছেন যাঁরা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন। এবার তাঁদেরকেও এক বছরের মধ্যে অনলাইনে এই কোর্স করতে হবে বলে জানানো হয়েছে। যদি এই কোর্স না করেন, তা হলে তাঁদের চাকরি থাকবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনলাইনে কোর্স করার সুবিধা!

সূত্রের খবর, রাজ্যে প্রায় ছয় থেকে সাত হাজার এমন শিক্ষক রয়েছেন যাঁরা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন। তাঁদের এক বছরের মধ্যে অনলাইনে এই কোর্স করতে হবে। যদি এই কোর্স না করেন, তা হলে তাঁদের চাকরি থাকবে না বলেও জানানো হয়ছে। এদিকে এনসিটিই-ও এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে জানানো হয়েছে, কাউন্সিলের নিয়মানুসারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর তরফে অনলাইনে এবং দূরশিক্ষা পদ্ধতিতে বিএড প্রশিক্ষিতেরাও এই ‘ব্রিজ কোর্স’ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না শিক্ষকদের।

আরও পড়ুন: বিশ্বের দরবার এগিয়ে বাংলা, আন্তর্জাতিক স্বীকৃতি পেল মালদা রেলওয়ে ডিভিশন

এমনকি এই কোর্সের সঙ্গে সহমত প্রেরণ করলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং এনসিটিই’র গাইডলাইন আছে, তাই এই ধরনের প্রত্যেক শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশিক্ষণ নিতেই হবে। তা না হলে চাকরি চলে যাবে। রাজ্যেরও দায়িত্ব প্রতিটি শিক্ষক যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেটা নিশ্চিত করা এবং কেউ যাতে বাদ না পড়েন সেটার নজরদারি করা।’’ বিশেষজ্ঞরা মনে করছেন দেশ জুড়ে প্রাথমিক স্তরে শিক্ষকদের চাকরি বাঁচাতেই এই পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্র।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group