পর্ণা-ফুলকির জোরদার লড়াইয়ে, কপাল পুড়ল স্টার জলসার, TRP তালিকায় সেরা কে?

Published on:

trp-serial

অপেক্ষার অবসান, অবশেষে এসে গেল শুক্রবার। আর শুক্রবার এসে যাওয়া মানেই হল বিনোদনপ্রেমী বাঙালির কাছে একটি বিশেষ দিন। কারণ এই শুক্রবারেই কোন বাংলা সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা কোন মেগা পিছিয়ে গেল তা জানা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এসে গেল বাংলা সিরিয়ালগুলির নতুন ‘মার্কশিট।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর চলতি সপ্তাহের এই রিপোর্ট কার্ড দেখে সকলেরই চোখ একপ্রকার কপালে উঠে গিয়েছে। চলতি সপ্তাহে কোন সিরিয়াল বেঙ্গল টপার হল তা জানতে কি আপনিও আগ্রহী? তাহলে বিশদে জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি। এমনিতেই টিআরপি তালিকায় টিকে থাকতে দর্শকদের আমোদিত করতে গল্পে নতুন নতুন ট্যুইস্ট আনছে প্রোডাকশন হাউসগুলো। তেমনই চলতি সপ্তাহে এক কথায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিপ্ত হয়েছিল জি বাংলার মেগা দুটি সিরিয়াল ফুলকি এবং নিম ফুলের মধু। বর্তমানে এখন এই দুই সিরিয়ালেই চিত্তাকর্ষক কিছু এপিসোড দেখাচ্ছে।

আরও পড়ুনঃ রিজার্ভেশন কামরায় ভিড়, সিট দখলের দিন অতীত! এবার ঝট করে সমাধান করবে রেল

একদকে যেমন ফুলকিকে বাঁচাতে ফের একবার বক্সিং রিং-এ ফিরবে রোহিত। সেই প্রোমো অবধি প্রকাশ্যে এসেছে। আর তা দেখে বেজায় খুশি সিরিয়ালপ্রেমীরা। অন্যদিকে ভাই পিকলুকে বাঁচাতে অন্তঃসত্ত্বা পর্ণার লড়াই এবং দত্ত বাড়িতে নতুন অতিথির আগমনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে নিম ফুলের মধু। কিন্তু বাজিমাত করল একটি সিরিয়ালই। আর সেটা হল এই নিম ফুলের মধু। চলতি সপ্তাহে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার নিম ফুলের মধু। এবার বাকিরা কোন জায়গায় আছে দেখে নিন সেই তালিকা…

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দেখে নিন TRP তালিকা

  • ৭.৬ রেটিংস নিয়ে দ্বিতীয়-ফুলকি
  • ৭.৫ রেটিংস নিয়ে তৃতীয়- জগদ্ধাত্রী
  • ৭.০ রেটিংস নিয়ে চতুর্থ- গীতা এলএলবি
  • ৬.৯ রেটিংস নিয়ে পঞ্চম- জি বাংলার কোন গোপনে মন ভেসেছে
  • ৬.৪ রেটিংস নিজের ঝুলিতে পুরে ষষ্ঠ হয়েছে কথা
  • এদিকে ৫.৯ রেটিংস নিয়ে সপ্তম- অনুরাগের ছোঁয়া
  • অষ্টম হয়েছে জল থই থই ভালোবাসা- (৫.৬)
  • নবম হয়েছে বঁধুয়া- (৫.২)
  • দশম হয়েছে কার কাছে কই মনের কথা (৫.৪)।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group