দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার একটি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল RBI, যারপরে সাধারণ আমজনতার মাথায় হাত পড়েছে। এমনিতে প্রায়শই নিয়ম না মানার কারণে বিভিন্ন ব্যাঙ্ককে আরবিআই-এর কোপের মুখে পরতে দেখা যায়। ইতিমধ্যে বেশ কিছু ব্যাঙ্কের লাইসেন্স বাতিল থেকে শুরু করে দেশের বড় বড় ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করতে দেখা গিয়েছে RBI-কে। তবে এবার আরবিআই যে নির্দেশিকা জারি করল তা জানা ও দেখার জন্য কেউই হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।
আপনারও কি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট খোলার কথা ভাবনাচিন্তা করছেন? তাহলে আগে থেকে সাবধান হয়ে যান, কারণ আরবিআই এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া মনোভাব দেখালো। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন হল? তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন লেখাটির ওপরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুধবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তরফে এখন ক্রেডিট কার্ড ইস্যু থেকে শুরু করে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত করার উপর তাত্ক্ষণিক বিধিনিষেধ আরোপ করেছে।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা RBI-র
আরবিআই গতকাল এক বিবৃতি জারি করে জানিয়েছে, কোটাক ব্যাঙ্কের আইটি রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি অপারেশনে ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২ ও ২০২৩ সাল, এই দুই বছরে কোটাক ব্যাঙ্কের আয়কর সংক্রান্ত ঝুঁকি ও Information Security Governance-এ ঘাটতি দেখা গিয়েছে। আর এই বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনওরকম সাফ বিবৃতিও জারি করা হয়নি। রীতিমতো গুরুত্বপূর্ণ নথি দিতে ব্যর্থ হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, যে কারণে আরবিআই-এর তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুনঃ জয় নিশ্চিত! যুবভারতীতে সেমিফাইনালের আগেই সুখবর পেল মোহনবাগান
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে অবিলম্বে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন ক্রেডিট কার্ড এবং অনবোর্ড গ্রাহকদের ইস্যু করা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাদের কাছে ব্যাঙ্কের আগে থেকে ক্রেডিট কার্ড রয়েছে তাঁদের কোনও সমস্যা হবে না বৈকি। যদিও আরবিআই-এর এই সিদ্ধান্তের কারণে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।