ফের একবার শিরোনামে ঘাটালের তারকা প্রার্থী দেব। ২০১৪, তারপর ২০১৯ সালের পর ২০২৪ সালে টানা তৃতীয় বারের মতো লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন তিনি। আগে দুবার জয়ীও হয়েছেন তিনি। চলতি বছরে ফের একবার ঘাটালে ঘাসফুল ফোটে কিনা সেদিকে নজর রয়েছে সকলের।
এদিকে বৃহস্পতিবারই নিজের মনোনয়ন পত্র জমা দেন দীপক অধিকারী ওরফে দেব। আর দেব নিজের মনোনয়নপত্রে এমন এক তথ্য দিয়েছেন যা দেখে ও শুনে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দেব নিজের মনোনয়নপত্রে কী এমন লিখেছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। দেব নিজের মনোনয়ন পত্রে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। যেখানে লেখার রয়েছে, ১২ লক্ষ টাকারও বেশি হাতঘড়ি রয়েছে তাঁর কাছে। শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই একদম সত্যি।
বিগত কয়েক বছরে তাঁর আয়ও লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে খবর। জানা গিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দেবের ২০২১-২২ সালে আয় ছিল ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা। এরপর ২০২২-২৩ আলে বার্ষিক আয় ছিল ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। চলতি বছরে মনোনয়ন জমা দেওয়ার সময়ে দেবের হাতে রয়েছে ২৬,৭৫৮ টাকা। ব্যাঙ্কে রয়েছে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা।
হলফনামা অনুযায়ী, দেবের ৯ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। সেইসঙ্গে ৫টি সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে দেবের নামে ১,২০,৫৫,৩৭১ টাকা আছে। তিনি বেশ কিছু জায়গায় বিনিয়োগও করেছেন। যার মধ্যে মিউচুয়াল ফান্ডেই দেব ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা মতো বিনিয়োগ করেছেন বলে খবর। এছাড়া ৬টি পলিসি রয়েছে এই টলিউড অভিনেতার, যেখানে তিনি বিনিয়োগ করেছেন ১ কোটি ২২ লক্ষ টাকা।
দেবের কাছে কত টাকার গাড়ি আছে জানেন? হলফনামা অনুযায়ী, দেবের কাছে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রিয়েছে যার মূল্য কিনা ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। দেবের কাছে রয়েছে ২২০০ গ্রামের সোনা, যার মূল্য কিনা ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকা। সর্বোপরি যে বিষয়টি সকলের নজর কেড়েছে সেটি হল। দেবের কাছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার একটি হাতঘড়ি রয়েছে/ এছাড়া দেবের কাছে আরও ৩ লক্ষ ৫৭ হাজার টাকার অন্যান্য দামী সামগ্রী রয়েছে। অভিনেতার অস্থাবর সম্পত্তির পরিমান ১৯ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা। সেইসঙ্গে স্থাবর সম্পত্তির পরিমাণ ১৭,২২,৩৫,৬৯ টাকা।