মাধ্যমিকের পর এবার ICSE, ISC-র ফলাফল! কবে বেরোচ্ছে রেজাল্ট? ঘোষণা দিনক্ষণের

Published on:

students

সকল প্রতীক্ষার অবসান ঘটল পরীক্ষার্থীদের। মাধ্যমিকের পর এবার আইসিএসই, আইএসসি পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে তার দিনক্ষণ জানা গেল। আপনার সন্তানও কি আইসিএসই, আইএসসির পরীক্ষায় বসেছিল এই বছরে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা যাচ্ছে, আগামীকাল সোমবার আইসিএসই, আইএসসির রেজাল্ট বেরোবে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল ১১টায় আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ হবে বলে জানালো কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন। আজ রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে এই তথ্য দেওয়া হয়। আগামীকালই আইসিএসই পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণির বোর্ড পরীক্ষা এবং আইএসসি পরীক্ষা অর্থাৎ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

বিগত ২ মে মাধ্যমিক ২০২৪ সালের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার আইসিএসই, আইএসসির পরীক্ষার পালা। ফলাফল জানা যাবে www.cisce.org এবং results.cisce.org এই দুটি ওয়েবসাইট থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আইসিএসই, আইএসসি ফলাফল কীভাবে দেখবে পড়ুয়ারা

  • কাউন্সিলের ওয়েবসাইট, cisce.org বা results.cisce.org যেতে হবে।
  • প্রয়োজন অনুসারে ICSE বা ISC result অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর পরীক্ষার্থীর Unique ID, সূচক নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • লগ ইন করুন এবং আপনার বোর্ড পরীক্ষার ফলাফল চেক করুন। কেউ যদি আবার রি চেকিং করতে চায় তাহলে প্রতিটি বিষয়ের জন্য ১০০০ টাকা গুনতে হবে পরীক্ষার্থীদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group