দুয়ারে কড়া নাড়ছে বর্ষা, আচমকা বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস

Published on:

West Bengal Weather

রাজ্যে ফের একবার জাঁকিয়ে বসেছে ভ্যাপসা গরম। গরমে নাজেহাল পরিস্থিতি সকলের। আপাতত এইরকম গরম আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবারের আগে বাংলার আবহাওয়া বদলের কোনওরকম সম্ভাবনা নেই। আজ শুক্রবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কোনো ধারণা আছে? তাহলে জেনে নিন।

WhatsApp Community Join Now

গরমে নতুন করে নাজেহাল হয়ে যাচ্ছেন বাংলার মানুষ। একটুখানি বৃষ্টির জন্য চাতক পাখির মতন সকলে অপেক্ষা করছেন। কয়েকদিন আগে অবধি স্বস্তির দৃষ্টিতে ভিজেছিল কলকাতার শহর সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একের পর এক জেলা। এখন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, আজকে বৃষ্টি হবে? নাকি ফের একবার তাপপ্রবাহের কবলে পড়বে বাংলা? আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার অবধি দক্ষিণবঙ্গের বৃষ্টি তো নেই, বরং উল্টে কিছু জেঁকে তাপপ্রবাহ বইবে। আর এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান । এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়। আজ উপরের তিন জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষা নিয়েও কিছুটা সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। যেমন জানানো হয়েছে, সময়ের আগেই দেশে বর্ষার আগমন ঘটে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। শুধু তাই নয়, ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে অর্থাৎ ৩১ মে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে।

সঙ্গে থাকুন ➥
X