আপনিও কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। এবার বিপুল চাকরির বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা এবার এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০৪টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হল।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ মে থেকে। আবেদনের শেষ তারিখ ২৮ জুন।ভারতীয় বায়ুসেনায় কাজ করতে কি আপনিও ইচ্ছুক? তাহলে অফিসিয়াল ওয়েবসাইট afcat.cdac.in গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ই।
পদের নাম ও সংখ্যা– ফ্লাইং অফিসার (ফ্লাইং ব্রাঞ্চ), গ্রাউন্ড ডিউটি অফিসার (টেকনিকাল ব্রাঞ্চ), গ্রাউন্ড ডিউটি অফিসার (নন টেকনিকাল ব্রাঞ্চ), স্পেশাল ফ্লাইং এন্ট্রি (ফ্লাইং ব্রাঞ্চ)-এর ৩০৪টি শূন্য পদে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো– ফ্লাইং অফিসার (ফ্লাইং ব্রাঞ্চ)-এ চাকরি পেলে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা,গ্রাউন্ড ডিউটি অফিসার (টেকনিকাল ব্রাঞ্চ)-এ চাকরি পেলে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা, গ্রাউন্ড ডিউটি অফিসার (নন টেকনিকাল ব্রাঞ্চ)-এ চাকরি পেলে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা, স্পেশাল ফ্লাইং এন্ট্রি (ফ্লাইং ব্রাঞ্চ)-এ ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা দেওয়া হবে
শিক্ষাগত যোগ্যতা– ফ্লাইং অফিসার পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ বিজ্ঞান শাখা অর্থাৎ গণিত ও পদার্থবিজ্ঞানে উত্তীর্ণ হতে হবে। অথবা প্রার্থীকে ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক পাশ হতে হবে।