ইতিহাস গড়তে পারবে না বিজেপি! হতাশ করছে নতুন এই Exit Poll

Published on:

Republic Matrize, Jaan Ki Baat, Banglahunt Poll Street, India Today- Axis Exit Poll

শেষ হয়েছে এই বছরের মতো লোকসভা ভোটের পর্ব। এবার সমগ্র দেশবাসী অপেক্ষা করছেন ৪ জুনের, কারণ এইদিনি সেই মাহেন্দ্রক্ষণ যেদিন কোন সরকার কেন্দ্রে আসতে চলেছে তা জানা যাবে। এদিকে সপ্তম দফার ভোট শেষ হতেই একের পর এক সংবাদমাধ্যম নিজেদের এক্সিট পোলের ফলাফল সামনে তুলে ধরেছে। আর এই এক্সিট পোলের ফলাফলে যা উঠে এসেছে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

কে ফিরছে ক্ষমতায়

WhatsApp Community Join Now

২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে এক্সিট পোলের সার্ভে প্রকাশ্যে এসেছে। আর কম বেশি সব এক্সিট পোলেই বিজেপি এবং নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী যে হচ্ছেন তা সাফ হয়ে গিয়েছে।

  • INDIA TODAY-AXIS-এর সমীক্ষা অনুযায়ী, ২৪-এর ভোটে এনডিএ ৩৮১টি, ইন্ডি জোট ১৪৯টি এবং অন্যান্যরা ১৪টি আসনে পেতে পারে
  • ABP C Voter-এর সমীক্ষা অনুসারে, এনডিএ ৩৬৮টি, ইন্ডি জোট ১৬৭টি এবং অন্যান্যরা ৮টি আসনে পেতে পারে
  • NEWS 18 বলছে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৫৩টি, ইন্ডি জোট পেতে পারে ১৩২টি এবং অন্যান্যরা পেতে পারে ৪৭টি আসন
  • Banglahunt Poll Street-এর সমীক্ষা বলছে এনডিএ পেতে পারে ৩৩৫ থেকে ৩৪৫টি আসন, ইনফি জোট পেতে পারে ১৪২ থেকে ১৫২টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৬৫ থেকে ৭৫টি আসন
  • INDIA TV -CNX বলছে এনডিএ পেতে পারে ৩৮৬টি আসন, ইন্ডি জোট পেতে পারে ১২৪টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৩৩টি আসন
  • Republic Matrize’s-এর সমীক্ষা বলছে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৬০টি, ইন্ডি জোট পেতে পারে ১২৫টি এবং অন্যান্যরা পেতে পারে ৪৫টি আসন
  • Republic-P MARQ’S-এর সমীক্ষা অনুসারে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৫৯টি, ইন্ডি জোট পেতে পারে ১৫৪টি এবং অন্যান্যরা পেতে পারে ৩০টি আসন
  • INDIA NEWS-D DYNAMICS-এর সমীক্ষা বলছে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৭১টি, ইন্ডি জোট পেতে পারে ১২৫টি এবং অন্যান্যরা পেতে পারে ৪৭টি আসন।
  • TODAY’S CHANAKYA-র সমীক্ষা অনুযায়ী, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৪০০টি, ইন্ডি জোট পেতে পারে ১০৭টি এবং অন্যান্যরা পেতে পারে ৩৬টি আসন।
  • NEWS NATION-এর সমীক্ষা বলছে বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৬০টি, ইন্ডি জোট পেতে পারে ১৬১টি এবং অন্যান্যরা পেতে পারে ২২টি আসন।
  • JAN KI BAAT জানাচ্ছে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৭৭টি, ইন্ডি জোট পেতে পারে ১৫১টি এবং অন্যান্যরা পেতে পারে ১৫টি আসন।
  • POLL OF EXIT POLLS-এর সমীক্ষা অনুসারে, বিজেপি-এনডিএ জোট পেতে পারে ৩৭৪টি, ইন্ডি জোট পেতে পারে ১৩৭টি এবং অন্যান্যরা পেতে পারে ৩০টি আসন।

বাংলায় কটা আসন পাবে তৃণমূল, বিজেপি 

  • Republic Matrize-এর একজিট পোল অনুযায়ী, বাংলায় বিজেপি ২১ থেকে ২৫টা আসন, ১৬ থেকে ২০টি আসন তৃণমূল এবং অন্যান্যরা ০-১টি আসন পেতে পারে।
  • Jaan Ki Baat-এর সমীক্ষা বলছে, বাংলায় বিজেপি ২১-২৬টা আসন, ১৬ থেকে ১৮টি আসন তৃণমূল এবং অন্যান্যরা ১-২টি আসন পেতে পারে।
  • Banglahunt Poll Street-এর সমীক্ষা অনুসারে, বিজেপি ১৯-২২টা আসন, ২০-২৩টি আসন তৃণমূল এবং অন্যান্যরা ০-৩টি আসন পেতে পারে।
  • Today’s Channakya-র সমীক্ষা বলছে, বাংলায় বিজেপি ২২-২৭টা আসন, ১৭-২২টি আসন তৃণমূল এবং অন্যান্যরা ১-২টি আসন পেতে পারে।
  • India Today- Axis বলছে, বিজেপির ঝুলিতে ২৬-৩১টা আসন, ১১-১৪টি আসন তৃণমূল এবং অন্যান্যরা ০-২টি আসন পেতে পারে।

দক্ষিণে এবার বিজেপির চোখ রাঙানি

এদিকে আবার বেশ কিছু সমীক্ষায় দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা প্রচার এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপিকে বড় সুবিধা দিচ্ছে বলে মনে হচ্ছে। কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু এবং কেরালায় এবারে বিজেপি ভালো ফল করবে বলে মনে হচ্ছে। বাড়তে পারে ভোট শতাংশ।

সঙ্গে থাকুন ➥
X