বর্তমান সময়ে ভারতসহ গোটা বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশেই মেয়েদের উন্নয়নের জন্য সরকার অনেক কাজ করা হচ্ছে। বিশেষ করে ভারতে মেয়ে শিশু থেকে শুরু করে মহিলাদের জন্য নানারকম প্রকল্প চালাচ্ছে, যার উদ্দেশ্য সকলের শিক্ষা ও অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করা। কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন রাজ্যের সরকার মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সারা দেশে অনেক প্রকল্প চালাচ্ছে, যা মেয়েদের শক্তিশালী বিকাশে সহায়ক হিসাবে প্রমাণিত হচ্ছে। তবে আজ এই প্রতিবেদনে এমন একটি স্কলারশিপ নিয়ে আলোচনা হবে যেটি সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।
মেয়েদের জন্য বিশেষ স্কলারশিপ
আপনার কন্যা সন্তানও যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়া হয়ে থাকে তাহলে রইল সুখবর। আজ কথা হচ্ছে ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship নিয়ে। এটি একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলেই মেয়ে পড়ুয়ারা এক ধাক্কায় ৫০,০০০ টাকা অবধি পেয়ে যেতে পারে।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা আবেদন করতে পারবে
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, আরও অনেকেই আবেদন করতে পারবেন।
- নবম শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক ১২,০০০ টাকা, দশম শ্রেণীর পড়ুয়ারা ১২,০০০ টাকা,
- একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ১৫,০০০ টাকা,
- বিই, বিটেক-এর পড়ুয়ারা ৫০,০০০ টাকা,
- গ্র্যাজুয়েশন করা পড়ুয়ারা ৪০,০০০ আকা,
- মেডিকেল কোর্স করা পড়ুয়ারা ৫০,০০০ টাকা,
- আইটিআই করা পড়ুয়ারা বার্ষিক ১০,০০০ টাকা,
- ডিপ্লোমা করা পড়ুয়ারা ২০,০০০ টাকা,
- ফুল টাইম প্রফেশনাল কোর্স করা পড়ুয়ারা ৩০,০০০ টাকা,
- রাজ্য স্তরের খেলোয়াড় এবং ন্যাশনাল স্তরের খেলোয়াড়রা বার্ষিক ৫০,০০০ টাকা পেয়ে যাবে।
কারা কারা আবেদন করতে পারবে
স্টিল কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এই স্কলারশিপ পেতে আবেদনকারীকে অবশ্যই মেয়ে হতে হবে। বিগত পরীক্ষায় ৬০ শতাংশ পেয়ে থাকতে হবে। এছাড়া পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
গুরুত্বপূর্ণ নথি
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর কাছে অত পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, নতুন কোর্সে ভর্তির রশিদ, ব্যাঙ্কের পাসবুক।
স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া
১) আবেদনকারীকে https://www.vidyasaarathi.co.in/ এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
২) এরপর ‘BROWSE AVAILABLE SCHEMES’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর যে স্কলারশিপটি করবেন সেটার ওপর লেখা থাকা ‘অ্যাপ্লাই ফর স্কলারশিপ’ অপশনে ক্লিক করে বৈধ আইডি দিয়ে সাইন আপ করতে হবে।
৪) আবেদনকারীর মোবাইল নম্বর এবং E-mail ID দিয়ে আগে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।
৫) আপনার স্কলারশিপের আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
৬) আপনার আবেদন প্রক্রিয়া শেষ করতে সাবমিট বাটনে ক্লিক করুন।