উচ্চ মাধ্যমিক পাসেই মিলবে সরকারি চাকরি, ফরেস্ট গার্ড এর ১৪৮৪ পদে শুরু হল নিয়োগ

Published on:

job

CG Forest Guard Recruitment 2024: আপনিও কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? বিশেষ করে বন বিভাগে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রইল এক বাম্পার সুখবর। ছত্তিশগড়ে ফরেস্ট গার্ড পদে ব্যাপক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১ জুলাই, ২০২৪। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

বন বিভাগে তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরেস্ট গার্ড পদে ১৪৮৪ এবং ড্রাইভার পদে ১৪৪ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ১৬২৮টি পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আপনিও যদি ফরেস্ট গার্ডের পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ হওয়া থাকতে হবে। এছাড়া ড্রাইভার পদে চাকরি পেতেও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ হওয়া থাকতে হবে।

বয়সসীমা

ফরেস্ট গার্ডের পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন বস ১৮ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে। অন্যদিকে ড্রাইভার পদে চাকরি পেতে আবেদনকারীর বয় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

এই দুই পদে আবেদনের জন্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের ৩৫০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে এসসি / এসটি প্রার্থীদের ২০০ টাকা ফির দিতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফি প্রদান করতে পারবেন আবেদনকারীরা।

আবেদন প্রক্রিয়া

১) আবেদন করার জন্য, প্রার্থীদের forest.cg.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

৩) এরপর ফটোগ্রাফ এবং স্বাক্ষর সহ প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করুন। প্রদত্ত পদ্ধতির মাধ্যমে অনলাইনে আবেদন ফি প্রদান করুন।

৪) আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত পূরণ করা বিবরণ ভালোভাবে চোখ বুলিয়ে নিন।

৫) এরপর ভবিষ্যতের রেফারেন্সের জন্য জমা দেওয়া ফর্মটির একটি প্রিন্ট আউট রেখে দিন নিজের কাছে।

সঙ্গে থাকুন ➥
X