বেতন ৫৬, ০০০ টাকা, AIIMS- এ বাম্পার চাকরির সুযোগ

Published on:

jobs in aiims

ভালো চাকরি পাওয়ার স্বপ্ন কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই। আপনিও কী দীর্ঘদিন ধরে একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় হন্যে হয়েছে ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। এবার বাম্পার চাকরির বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিল কল্যাণী এইমস হাসপাতাল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনার যদি চাকরি হয়ে যায় তাহলে মাস প্রতি আপনার বেতন হবে ৫৬, ০০০ টাকা সেইসঙ্গে রয়েছে HRA। আরো বিশদে জনাতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পদের নাম ও সংখ্যা

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা AIIMS Kalyani কল্যাণী রিসার্চ সায়েন্টিস্ট -১ (নন-মেডিকেল) / ক্লিনিকাল সাইকোলজিস্ট পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সন্ধান করছে।উল্লেখিত পদের জন্য মোট ২ জনকে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো

আপনার চাকরি যদি উল্লেখিত পদে হয়েছে যায় তাহলে আপনার বেতন মাস প্রতি ৫৬, ০০০ টাকা + এইচআরএ। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই একদম দিনের আলোর মতো সত্যিই।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সর্বোপরি আবেদনকারীদের অবশ্যই কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে MPhil করা থাকতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

AIIMS Kalyani কল্যাণী রিসার্চ সায়েন্টিস্ট -১ (নন-মেডিকেল) / ক্লিনিকাল সাইকোলজিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।

বাছাই প্রক্রিয়া

উল্লেখিত পদগুলিতে প্রাথমিকভাবে ৬ মাসের জন্য চুক্তির ভিত্তিতে হবে। পদে আবেদন করা যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য কমিটি একটি ইন্টারভিউ নেবে। যোগ্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে একটি সাক্ষাত্কারের জন্য ডাকা হবে – তাই প্রার্থীদের একটি প্রাসঙ্গিক ইমেল আইডি সরবরাহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কিভাবে আবেদন করবেন

এইমস কল্যাণী নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে , উল্লিখিত সুযোগের জন্য আগ্রহী এবং আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে থাকা আবেদনপত্র পূরণ করে এবং ইমেল আইডি (edosthi@gmail.com) এর মাধ্যমে জমা দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৯ জুন, ২০২৪।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥