মেডিক্যাল ও নার্সিং এর ৪৪১টি পদে নিয়োগ শুরু করলো NHM West Bengal, এভাবে করুন আবেদন 

Published on:

NHM West Bengal CHA Recruitment 2024

NHM West Bengal CHA Recruitment 2024: আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে ভালো চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল একদম সুবর্ণ সুযোগ। বর্তমান সময়ে একটা ভালো চাকরি জোটানো খুবই চ্যালেঞ্জিং বিষয়। তারওপর সেই চাকরি টিকিয়ে রাখা সেটা আরো একটা বড় বিষয়। অনেকেই আছেন যারা ভালো শিক্ষকতা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। তবে এবার সকলের অপেক্ষার অবদান ঘটতে চলেছে। কারণ জাতীয় স্বাস্থ্য মিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, উত্তর ২৪ পরগনা এক ধাক্কায় এবার ৪৪১টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কেবল WB Health-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/ -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই, ২০২৪।

পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৪১টি পদে কর্মী নিয়োগ করা হবে। মেডিকেল অফিসার ইনচার্জ (১), নার্সিং ইনচার্জ (১)
মেডিকেল অফিসার (৩৫),কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (৩৯৫), হিসাবরক্ষক (১), অপথেলমিক এসিস্টেন্ট (৪), ল্যাবরেটরি টেকনিশিয়ান (১), পিআর সাপোর্ট (১), পুষ্টিবিদ (১), রাঁধুনি ও তত্ত্বাবধায়ক (১) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন

(১) মেডিকেল অফিসার ইনচার্জ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেইসঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
বয়সসীমা: ৬৭ বছর
বেতন কাঠামো : প্রতি মাসে ৮০, ০০০/- টাকা পেয়ে যাবেন।

WhatsApp Community Join Now

(২) নার্সিং ইনচার্জ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ন্যূনতাম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৬৭ বছর
বেতন কাঠামো : প্রতি মাসে ৫০, ০০০/- টাকা পেয়ে যাবেন।

(৩) এমও-স্পেশালিস্ট, (জেনারেল সার্জন, ফিজিশিয়ান (জেনারেল মেডিসিন/ ইন্টারনাল মেডিসিন), প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, অ্যানেসথেটিস্ট)

শিক্ষাগত যোগ্যতা: এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ করা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর হতে হবে। এই পদগুলিতে আপনার চাকরি হয়েছে গেলে বেতন হিসেবে মাস প্রতি  ৬৫,০০০-৭০,০০০/- টাকা পেয়ে যাবেন।

(৪) মেডিকেল অফিসার

শিক্ষাগত যোগ্যতা: এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে ।
বয়সসীমা: ৬৭ বছর
বেতন কাঠামো : প্রতি মাসে ৬০,০০০/- টাকা পেয়ে যাবেন।

(৫) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: এএনএম পাস করা থাকতে হবে।
বয়স সীমা: ২১-৪০ বছর।

বেতন কাঠামো: প্রতি মাসে ১৩, ০০০/- টাকা পেয়ে যেতে পারেন।

(৬) হিসাবরক্ষক

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক + কম্পিউটার জ্ঞান। এছাড়া ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: ২১-৪০ বছর
বেতন কাঠামো : প্রতি মাসে ২৬,০০০/- টাকা পেয়ে যাবেন।

(৭) অপথেলমিক এসিস্টেন্ট

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক + ডিপ্লোমা পাস করা থাকতে হবে প্রার্থীকে।
বয়স সীমা: ১৮-৪০ বছর
বেতন কাঠামো : প্রতি মাসে ১৮, ০০০/- টাকা পেয়ে যাবেন।

(৮) ল্যাবরেটরি টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস
বয়সসীমা: ৪০ বছর
বেতন স্কেল: প্রতি মাসে ২২, ০০০/- টাকা পেয়ে যাবেন।

আবেদন ফি

আবেদনকারী যদি জেনারেল শ্রেণীর বা অসংরক্ষিত শ্রেণীর হয়ে থাকেন তাহলে আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর হয়েছে থাকলে ৫০ টাকা প্রদান করতে হবে।

কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের শুধুমাত্র https://hr.wbhealth.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ফি সফলভাবে পরিশোধ এবং অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন / acknowledgement স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন।

সঙ্গে থাকুন ➥
X