একসাথে ৮৩২৬ পদে কর্মী নিয়োগ করবে SSC, এভাবে করুন আবেদন

Published on:

SSC MTS 2024 Notification

SSC MTS 2024 Notification: আপনিও কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার পরীক্ষার জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে । এই পরীক্ষার মাধ্যমে এসএসসি এক ধাক্কায় ৮০০০-রও বেশি পদে কর্মী নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। সবথেকে বড় কথা, আপনারও শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাশ হয় তাহলেও আপনি এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

এসএসসির বিজ্ঞপ্তি অনুসারে, মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে ৪৮৮৭টি পদে এবং হাবিলদার পদে ৩৪৩৯ জনকে নিয়োগ করা হবে। হাবিলদার, পিয়ন, ডাফটারি, জমাদার, জুনিয়র গেস্টেটনার অপারেটর, চৌকিদার, সাফাইওয়ালা, মালি এবং আরও অনেক পদে লোক নেওয়া হবে।

হাবিলদারদের কোথায় কোথায় পোস্টিং হবে

জানা যাচ্ছে, ঔরঙ্গাবাদ ৬
বেঙ্গালুরু ১৩১
ভোপাল ১৫৭
ভুবনেশ্বর ৭১
চণ্ডীগড় ৭৯
চেন্নাই ১৩৫
দিল্লি ১০
গোয়া ১৩
গুয়াহাটি ১৪০
হায়দ্রাবাদ ৩৩৯
জয়পুর ৭৪
কলকাতা ৩৫৩
লখনউ ৭২
মুম্বাই ৩০৪
পুনে ১৯
রাঁচি ১৩৮
তিরুবনন্তপুরম ৭৫
ভদোদরা ৫৫০
কাস্টমস চেন্নাই ১৪০
কাস্টমস গোয়া ১৮
কাস্টমস কলকাতা ৯৭
কাস্টমস মুম্বাই ২৩
কাস্টমস তিরুবনন্তপুরম ৩৭
বিশাখাপত্তনম ১৭
সিবিএন ২৬৯
ডিজিপিএম ১৮২

শিক্ষাগত যোগ্যতা

জানলে খুশি হবেন, এমটিএস বা হাবিলদারে পদে চাকরি পেতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাস হওয়া উচিৎ।

বয়সসীমা

এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে।

আবেদন ফি

জেনে নিন আবেদনকারীদের কত টাকা ফি প্রদান করতে হবে। প্রার্থী যদি SC/ST/PWBD শ্রেণীর হয় তাহলে কোনো আবেদন ফি লাগবে না। আবেদনকারী যদি অন্য শ্রেণীর হয়ে থাকে তাহলে ১০০ টাকা ফি প্রদান করতে হবে। কিন্তু সর্বোপরি, আবেদনকারী যদি কোনো মহিলা হয় তাহলে তাঁদের কোনো টাকা দিতে হবে না।

বাছাই প্রক্রিয়া

SSC MTS 2024 নির্বাচন প্রক্রিয়া মূলত দুটি ভাগে হবে। প্রথম পর্যায়টি হল পেপার -১, যা একটি অবজেক্টিভ-টাইপ অনলাইন পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে, শুধুমাত্র হাবিলদার পদের জন্য প্রযোজ্য, একটি শারীরিক দক্ষতা পরীক্ষা (পিইটি) এবং একটি শারীরিক মান পরীক্ষা (পিএসটি) করা হবে।

কিভাবে আবেদন করবেন

১) প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.gov. -এ যেতে হবে।

২) এরপর হোমপেজে গিয়ে ‘Apply’ বাটনে ক্লিক করতে হবে।

৩) এরপর ‘SSC Multitasking Staff Exam 2024’ লিংকে ক্লিকে করে নিজেকে রেজিস্ট্রেশন করে নিন।

রেজিস্ট্রেশনের পর তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ক্যাটাগরি, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করে আবেদন ফি প্রদান করতে হবে।

Official Website of SSC — ssc.gov.in

সঙ্গে থাকুন ➥
X