Railway TTE Recruitment 2024: চাকরির ঝাঁপি খুলে দিল রেল, ৬১০০টি TTE পদে শুরু হল নিয়োগ

Published on:

tte-job

Railway TTE Recruitment 2024: হাজার হাজার বেকার যুবক-যুবতীর জন্য রইল দারুণ সুখবর। খুব শীঘ্রই সকলের চাকরি পাওয়ার স্বপ্ন, বিশেষ করে সরকারি চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের স্বপ্নপূরণ হতে চলেছে। সিংহভাগ লোক এমন রয়েছেন যারা সরকারি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন। আপনিও কি এই প্রস্তুতি নিচ্ছিলেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এবার ভারতীয় রেলে কয়েক হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। খুব শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করবে রেল বলে শোনা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

ভারতীয় রেলওয়ে খুব শীঘ্রই টিকিট পরীক্ষক বা টিটিইর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৬১০০টি পদে টিটিই পদে নিয়োগ করা হবে। খুব শীঘ্রই RRB TTE পদের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। প্রার্থীদের শুধু রেলের ওয়েবসাইটে নজর রাখতে হবে। আবেদনের জন্য http://irctc.co.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে।

বয়সসীমা

টিটিই পদে আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর রাখা হয়েছে। এছাড়া ক্যাটাগরির ভিত্তিতে বিশেষ ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

টিটিই পদে আবেদনের জন্য প্রার্থীর কাছে ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ে ১০+২ ইন্টারমিডিয়েট বা স্নাতক ডিগ্রি থাকা বাঞ্চনীয়।

আবেদন ফি

এখন নিশ্চয়ই ভাবছেন আবেদন ফি কত? তাহলে জানিয়ে রাখি, জেনারেল, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের ৮৫০ টাকা, এসসি, এসটি প্রার্থীদের ১২৫ টাকা ফি প্রদান করতে হবে। আপনি ফি নেট ব্যাঙ্কিঙ্ক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেটের মাধ্যমে পে করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন

১) রেলওয়ে টিটিই নিয়োগ ২০২৪ এর আবেদন ফর্ম পূরণ করতে http://irctc.co.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর recruitment বাটনে ক্লিক করতে হবে।

৩) লিংকে ক্লিক করার পর নিয়োগ ফরম পূরণের জন্য অফিসিয়াল ড্যাশবোর্ড ওপেন হবে।

৪) রেজিস্ট্রেশনে লগইন অপশন বাটনও থাকবে, সেটিতে ক্লিক করুন।

৫) প্রথমটিতে ক্লিক করার পরে আপনাকে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডির মতো তথ্য পূরণ করতে হবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।

৬) রেজিস্ট্রেশনের পর লগইন বাটনে ক্লিক করতে হবে, যেটা আপনি মোবাইল নম্বর ও ইমেইল আইডি এন্টার করেছেন, সেই ইমেল আইডিতে লগইন আইডি পাসওয়ার্ড যাবে।

৭) লগইন বাটনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিলেই ফর্মটি সম্পূর্ণ খুলে যাবে এবং ফরমটি পূরণ করবেন।

৮) সম্পূর্ণ তথ্য পূরণ করার পর ফরমটি চেক করে বাটনে ক্লিক করে ভেরিফাই করুন।

৯)ফরম পূরণের পর ফটো সাইন আপলোড করে ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করুন।

১০) ফর্ম সাবমিট করার পর পেমেন্ট ভেরিফাই বাটনে ক্লিক করে অনলাইন পেমেন্ট করুন, অনলাইন পেমেন্ট কেটে নেওয়ার পর ফর্মটির একটি প্রিন্টআউট নিজের কাছে রাখুন।

সঙ্গে থাকুন ➥
X