চাকরি নিয়ে নো টেনশন, কয়েক হাজার কর্মী নিয়োগ করছে PNB! কীভাবে করবেন আবেদন?

Updated on:

recruitment-job

আপনিও কী দীর্ঘদিন ধরে ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছিলেন দীর্ঘদিন ধরে? তাও আবার মোটা অংকের মাইনের? তাহলে আপনার জন্য রইল বিরাট খবর। চাকরি  প্রার্থীদের জন্য বাম্পার চাকরির সুযোগ দিচ্ছে ভারতের অন্যতম বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ ঠিকই শুনেছেন। কয়েক হাজার পদে এবং দেশের বিভিন্ন শহরে চাকরির সুযোগ করে দেবে এক ব্যাংক। আপনিও কী PNB- তে চাকরি করার জন্য মুখিয়ে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ শুরু করতে চলেছে। মোট ২৭০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এই ব্যাংক।

কোথায় কোথায় কর্মী নিয়োগ হবে

পিএনবির বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে জায়গায় কর্মী নিয়োগ হবে দেখে নিন তালিকা।

আন্দামান ও নিকোবর ২
অন্ধ্রপ্রদেশ ২৭
অরুণাচল প্রদেশ ৪
অসম ২৭
বিহার ৭৯
চণ্ডীগড় ১৯
ছত্তিশগড় ৫১
দাদরা ও নগর হাভেলি ২
দমন ও দিউ ৪
দিল্লি ১৭৮
গোয়া ৪
গুজরাট ১১৭
হরিয়ানা ২২৬
হিমাচল প্রদেশ ৮৩
জম্মু ও কাশ্মীর ২৬
ঝাড়খণ্ড ১৯
কর্ণাটক ৩২
কেরালা ২২
লাদাখ ২
মধ্যপ্রদেশ ১৩৩
মহারাষ্ট্র ১৪৫
মণিপুর ৬
মেঘালয় ২
মিজোরাম ২
নাগাল্যান্ড ২
ওড়িশা ৭১
পন্ডিচেরি ২
পাঞ্জাব ২৫১
রাজস্থান ২০৬
সিকিম ৪
তামিলনাড়ু ৬০
তেলেঙ্গানা ৩৪
ত্রিপুরা ১৩
উত্তরপ্রদেশ ৫৬১
উত্তরাখণ্ড ৪৮
পশ্চিমবঙ্গ ২৩৬।

শিক্ষাগত যোগ্যতা

অ্যাপ্রেন্টিস পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি এআইসিটিই / ইউজিসি দ্বারা কোনও স্বীকৃত, তেমন ইনস্টিটিউট / কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি

এবার আসা যাক আবেদন ফি-এর ব্যাপারে। আবেদনকারী যদি পিউব্দ শ্রেণীর হন তাহলে তাকে আবেদন ফি হিসেবে ৪৭২ জিএসটি সহ প্রদান করতে হবে। এছাড়া আবেদনকারী যদি মহিলা, Female/SC/ST- র হয়েছে থাকেন তাহলে ৭০৮ টাকা ও জেনারেল বা ওবিসি হয়ে থাকলে আবেদন ফিরে হিসেবে ৯৪৪ টাকা গুনতে হবে।

বাছাই প্রক্রিয়া

চাকরি পাওয়া কিন্তু মোটেই সহজ কাজ হবে না। এর জন্য আবেদনকারীকে বেশ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে যাবে। যেমন পিএনবি শিক্ষানবিশদের জন্য নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ২৮ জুলাই ২০২৪ তারিখে একটি অনলাইন লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে, যা বিভিন্ন বিষয়ের ওপর হবে। কম্পিউটার জ্ঞান কতটা সেটাও যাচাই করা হবে। প্রার্থীদের অবশ্যই একটি স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা এবং একটি মেডিকেল পরীক্ষা পাস করতে হবে। চূড়ান্ত নির্বাচন যোগ্যতা যাচাইকরণ, লিখিত পরীক্ষার পারফরম্যান্স, ভাষা দক্ষতা এবং মেডিকেল ফিটনেসের উপর ভিত্তি করে হবে।

কীভাবে আবেদন করবেন

আবেদন করার জন্য, প্রার্থীদের পিএনবি নিয়োগ পেজে যেতে হবে, নিজেকে নিবন্ধন করতে হবে এবং এনএপিএস এবং এনএটিএস উভয় পোর্টালে নিজের প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীয়ে কাছে যে যে নথিগুলি থাকা জরুরি সেগুলি হল  একটি আধার কার্ড, বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি। আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর যেন পুরো নির্বাচন প্রক্রিয়া জুড়ে যোগাযোগের জন্য সক্রিয় থাকে। আবেদনের শেষ দিন ১৪ জুলাই, ২০২৪।

আবেদনের জন্য https://www.pnbindia.in/Recruitments.aspx এই ওয়েবসাইটে যেতে হবে।

সঙ্গে থাকুন ➥
X